ফরহাদ হোসেন ॥
ভোলা জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সফল বাণিজ্যমন্ত্রী মেজর (অবঃ) হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের লালমোহনস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, ভোলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাড. হাবিবুর রহমান বাচ্চু, অ্যাড. মহিউদ্দিন হেলাল, অ্যাড. জাবেদ ইকবাল, অ্যাড. শাহ আহসান উল্যাহ সুমন, অ্যাড. মিজানুর রহমান, অ্যাড. ফরিদুল ইসলাম রাজিব, অ্যাড. আবু সাঈদ খুদরী, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. ওমর মোহাম্মদ ইব্রহীম, অ্যাড. আব্দুল্যাহ আল ইসলাম ফাহাদ, ফরহাদ হোসেন, তানবির আহম্মেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ৭:০৬:২৯ ১১৪ বার পঠিত