সংগীতশিল্পী শাফিন আহমেদ মারা গেছেন

প্রচ্ছদ » বিনোদন » সংগীতশিল্পী শাফিন আহমেদ মারা গেছেন
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪



---

বিনোদন ডেস্ক:

কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক শাফিন আহমেদ মারা গেছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৩ বছর।

শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ সমকালকে বলেন, শাফিন যুক্তরাষ্ট্রে টানা কনসার্ট করছিল। গত রোববার ভার্জিনিয়াতে লাইভ কনসার্টে গান করার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে ভার্জিনিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। শাফিনের হার্টে আগেই পেসমেকার বসানো হয়েছিল। ধারণা করা হয়, হার্টের পেসমেকার বিকল হওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন।

বৃহস্পতিবার রাতে তার মরদেহ দেশে আনতে যুক্তরাষ্ট্রে রওনা দিবেন বলে জানান হামিন আহমেদ।

শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সংগীতঙ্গ কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গ সংগীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুল।

এরপর বড়ভাই হামিন আহমেদসহ যুক্তরাজ্যে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে ব্যান্ডসংগীত শুরু করেন। সত্তরের দশকে দেশে ফিরে গড়ে তোলেন মাইলস, যা দেশের শীর্ষ ব্যান্ডগুলোর অন্যতম। এই ব্যান্ডের ৯০ ভাগ গান শাফিন আহমেদের কণ্ঠে সৃষ্টি হয়েছে। পেয়েছে তুমুল জনপ্রিয়তা। তিনি কণ্ঠের পাশাপাশি ব্যান্ডটির বেজ গিটারও বাজাতেন।

সংগীতের পাশাপাশি শেষ দিকে এসে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন মাফিন আহমেদ। ২০১৭ সালে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে (এনডিএম) যোগ দেন। এরপর ২০১৮ সালে জাতীয় পার্টিতে যুক্ত হন। দুই দলেই গুরুত্বপূর্ণ পদে ছিলেন শাফিন।

শাফিন আহমেদের কণ্ঠে তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘চাঁদ তারা সূর্য নও তুমি’, ‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও, আমরাই প্রেম তুমি ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘আজ জন্মদিন তোমার’ ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১৭:৪০:০৩   ৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


সংগীতশিল্পী শাফিন আহমেদ মারা গেছেন
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলার নৃত্যশিল্পী স্বস্তিকার জাতীয় প্রতিযোগীতায় অংশগ্রহণ
জমকালো আয়োজনে ভোলা থিয়েটায়ের বৈশাখী উৎসব অনুষ্ঠিত
ভোলায় ৩দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব ও পিঠামেলা শুরু
শাকিবের চেয়েও বেশি শিক্ষিতের ব্যাখ্যা দিলেন জায়েদ
ভিন্ন রকম ৬ গল্পে বাণী কাপুর
জয়ার অন্যরকম অভিষেক
ভোলায় বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল গণজাগরনের সাংস্কৃতিক উৎসব



আর্কাইভ