স্টাফ রিপোর্টার ॥
ভোলায় শুরু হয়েছে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট। সোমাবার (১৫ জুলাই) বিকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে খেলার উদ্বোধন করেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ এমপি। ভোলা সদর উপজেলা প্রশাসন এই খেলার আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ মিয়া, ভাইস চেয়ারম্যান শাহ আলী নেওয়াজ পলাশ, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ ফয়সেল, সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন।
আয়োজকরা জানান, ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। উদ্বোধনী দিন বাপ্তা ইউনিয়ন ৩-১ গোলের ব্যবধানে আলীনগর ইউনিয়নের পরাজিত করে। আগামী ২৩ তারিখ ফাইনাল খেলার মধ্যে দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি হবে।
বাংলাদেশ সময়: ১:৩৭:৫৫ ১০৩ বার পঠিত