স্টাফ রিপোর্টার ॥
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোলায় পুলিশ বিএনপির সংঘর্ষের সময় গুলিতে নিহত শহীদ আব্দুর রহিমের পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) বিকেলে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগী পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন ভোলা জেলা বিএনপি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা।
এ সময় ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদের সভাপতিত্বে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
ভোলা জেলা শ্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আলামিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরা। এছাড়া আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুমেন, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর আকন, সহ-সভাপতি আলহাজ্ব মুনতাসির আলম রবিন চৌধুরী, জাকির হোসেন মনির, মীর রনি, আখতার হোসেন, আবু ইউসুফ যুগ্ম সম্পাদক শফি কামাল মোল্লা, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সুমনসহ ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল ও সদর উপজেলা, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরা প্রধান বক্তা হিসেবে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিগত সময়ের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতিত এবং অসুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে আসছি, তারই ধারাবাহিকতায় ভোলায় পুলিশ বিএনপির সংঘর্ষের সময় পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা সেচ্ছাসেবক দলের কর্মী শহীদ আব্দুর রহিমের পরিবারকে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ তাদের হাতে তুলে দিলাম। আপনারা সকলে একত্রিত হয়ে কাধে কাধ রেখে একসাথে কাজ করে যাবেন ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই।
বাংলাদেশ সময়: ২:০৫:৫১ ২৫৪ বার পঠিত