
স্টাফ রিপোর্টার ॥
ভোলার উত্তরের অন্যতম নারী বিদ্যাপীঠ হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, উত্তর ভোলার অবহেলিত জনপদে নারী শিক্ষা বিকশিত করার জন্য হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। এই অঞ্চলের মেয়েরা শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিলো। এই বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে মেয়েরা পড়ালেখার সুযোগ পেয়েছে। তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে। আজ উত্তর ভোলার অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে হালিমা খাতুন বালিকা বিদ্যালয় ব্যাপক সুনাম অর্জন করেছে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা ভালো ফলাফলের জন্য অনেক পরিশ্রম করছেন। জেলা পর্যায়ে শতভাগ পাশ করে প্রথম সারির প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। আজ বিদ্যালয়টি জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে।

বক্তারা এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা জাতির ভবিষ্যৎ। একজন শিক্ষিত মা একটি প্রতিষ্ঠানের মতো। তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজ বিনির্মানে নেতৃত্ব দিবে। এসএসসি পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনে অনেক গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ধারণ হয়। এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করলে সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ সহজ হবে। তাই ভালো ফলাফলের জন্য বেশি বেশি পড়ালেখা করতে হবে।

হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ টিপু সুলতান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গর্ভনিং বডির সদস্য আমজাদুল হক টুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি মোজাম্মেল হক মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কাশেম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ সিরাজুল ইসলাম শাওন, জাতীয় শিক্ষক সমিতির সভাপতি সাইদুল হক সেলিম, কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউটস কমিশনার মোঃ আমির হোসেন মীর, শান্তিরহাট ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফায়েল আহমেদ, দক্ষিণ চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফয়েজ আহমেদ, নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আবদুল হাই সবুজ, ইলিশা ইউনিয়ন আ’লীগ নেতা মোঃ ফজলুল হক মনি, ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু সরদার, ২নং ইলিশা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন বাবুল, কাচিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মাস্টার, কাচিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আবদুল হাই সবজু, বিদ্যালয়ের গর্ভনিং বডির সদস্য মোঃ উজ্জল তালুকদার। এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, গভর্নিং বডির সদস্য, অভিভাবক, শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাছিমা শিরিন তুলি। দোয়া মুনাজাত পরিচালনা করেন, সহকারী শিক্ষক মোঃ বিল্লাল হোসেন। সার্বিক দায়িত্ব পালন করেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ ফিরোজ কবির, সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, মোঃ সাদ্দাম হোসেন।

বাংলাদেশ সময়: ২:১৫:৪২ ৪২৪ বার পঠিত