স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীর কাছে চাঁদা দাবি

প্রচ্ছদ » অপরাধ » স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীর কাছে চাঁদা দাবি
শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪



---

লালমোহন প্রতিনিধি ॥

জীবিকার তাগিদে দুই বছরের শিশু কন্যাকে বাড়িতে মায়ের কাছে রেখে ঢাকায় রওয়ানা হয়েছিলেন ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীলকমল ৬নং ওয়ার্ড নীলকমল গ্রামের শাহজল হক দালালের মেয়ে মোসাম্মদ নুপুর বেগম ও আব্দুল্লাহ দ¤পতি। মঙ্গলবার দুপুরে চরফ্যাশন থেকে ঘোষেরহাটের লঞ্চযোগে রওনা দিয়ে সন্ধ্যা ৭টার দিকে লালমোহনের দেবীরচর ঘাটে পৌঁছান তারা।

এরই মধ্যে বাড়ি থেকে শিশু কন্যার কান্নাকাটির সংবাদ আসলে দেবীরচরে ঘাটে জরুরিভাবে নেমে যান এ দ¤পতি। তারপর তাদের উপর চলে অপ্রত্যাশিত দুর্যোগ। স্থানীয় কতিপয় বখাটে তাদের আটকে ফেলে। স্বামীকে গাছের সাথে বেঁধে রেখে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় দফায় দফায় মারধর করা হয় আব্দুল্লাহকে।

এ ঘটনায় বৃহস্পতিবার লালমোহন থানায় এজাহার দাখিল করলে মামলা গ্রহণ করা হয় বলে জানান ওসি (তদন্ত) এনায়েত হোসেন।

নুপুর বেগম জানান, দেবীরচর থেকে অটোরিকশাযোগে সন্ধ্যার পর লালমোহন রওয়ানা দিলে পথিমধ্যে সেখানকার সুজন ও নাইমসহ কয়েকজন মিলে অটোরিকশা থেকে জোরপূর্বক তাদের নামিয়ে নেয়। তার স্বামী আব্দুল্লাহকে গাছের সাথে বেঁধে রেখে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় দফায় দফায় মারধর করা হয় তার স্বামীকে। এক পর্যায়ে হামলাকারীরা নুপুর বেগমের কানের দুল, আংটি, গলার চেইন, ভ্যানিটি ব্যাগে থাকা নগদ ত্রিশ হাজার টাকা ও স্বামীর দুটি মোবাইল ছিনিয়ে নেয়।

এরপরও বাড়ি থেকে আরও টাকা এনে দিতে বললে বিকাশে দশ হাজার টাকা এনে দেন বলে এজাহারে উল্লেখ করা হয়। পরে তাদেরকে ছেড়ে দিয়ে একটি মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে পাঠিয়ে দেয় হামলাকারীরা। বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী নুপুর বেগম বাদি হয়ে লালমোহন থানায় এজাহার দাখিল করেন।

লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, অভিযোগ পেয়ে মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থলে একজন অফিসার তদন্তে গেছেন। তদন্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:০৬   ১৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরাহানউদ্দিনে চাঁদা বাজিতে বাধা দেওয়ায় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পশ্চিম ইলিশায় বশতঘর ভাংচুর অগ্নিসংযোগ
ভোলায় গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা না দেওয়ায় ন্যাশনাল ব্যাংক কর্মকর্তাদের উপর হামলা আহত ৩, আটক-২
মেঘনার জলদস্যু আলতু মাতাব্বরের বিরুদ্ধে রাজাপুরের চর রামমোহন দখল চেষ্টা ও কৃষকদের মারধরের অভিযোগ
বোরহানউদ্দিনে জ্বীনের বাদশাকে জিম্মি করে ছাত্রদল নেতার মুক্তিপণ দাবি, গ্রেফতার ২
বোরহানউদ্দিনে স্বামীকে পরকীয়া প্রেম থেকে ফেরাতে না পেরে প্রাণ দিলেন স্ত্রী
বোরহানউদ্দিনে রাতের আঁধারে ইরিগেশন পাম্প ড্রেনেজ ভাঙচুর চিন্তার ভাঁজ কৃষকের কপালে
মেঘনায় যৌথ অভিযানে তিন লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ
ভোলায় ৪০০ মণ জাটকা জব্দ
বোরহানউদ্দিনে পুলিশের উপর হামলা আরো ২ আসামি গ্রেফতার



আর্কাইভ