স্টাফ রিপোর্টার ॥
বিস্ফোরক আইনের চারটি মামলায় উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন ভোলা জেলা বিএনপির ১০৪ নেতাকর্মী। বুধবার (৩১ জানুয়ারি) হাইকোটের ডিভিশান বেঞ্চের বিচারপ্রতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেন আসামীগণকে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেন। গত বছরের ২৮ অক্টোবরের পর দেশব্যাপী বিএনপি কর্মসূচি চলাকালে বিভিন্ন সহিংসতার অভিযোগে ভোলা থানায় এ চারটি মামলা করা হয়।
আসামী পক্ষের আইনজীবী ব্যারিস্টার খালেদ মাহমুদুর রহমান আদনান জানান, বিস্ফোরকদ্রব্য আইনে ভোলা সদর থানায় গত অক্টোবর ও নভেম্বর মাসে আসামীদের বিরুদ্ধে ১৪৩, ১৪১, ৩২৩, ৩০৭, ৩৭৯, ১১৪, ১০৯ ও ৫০৬ ধারায় চারটি মামলা করা হয়। এতে ভোলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রইসুল আলম, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, হারুন অর রশিদ ট্রুমেন, হুমায়ুন কবির সোপান, ইয়ারুল আলম লিটন, এনামুল হক, হেলাল উদ্দিন বশির হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের ১০৪ জনকে আসামী করা হয়। ৩১ জানুয়ারী ওই চার মামলায় উচ্চ আদালত (হাইকোট) আসামীদের ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। বিএনপির অপর আইনজীবী এডভোকেট আমিরুল ইসলাম বাছেত জানিয়েছেন, ২৮ অক্টোবরের পর থেকে জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত ভোলায় থানায় জিআর ৬২০/২৩, ৬২৩/২৩, ৬৩০/২৩, ৬৪৭/২৩ মামলা হয়েছে। সবই রাজনৈতিক মামলা। উচ্চ আদালতে জামিন পাওয়া বিএনপি নেতৃবৃন্দ ছয় সপ্তাহ পর নি¤œ আদালতে হাজির হবেন বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ০:৩২:১৭ ২৩২ বার পঠিত