
স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর উপজেলার স্কুল কলেজ ও মাদ্রাসার দরিদ্র অসহায় ছাত্র-ছাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং স¤পর্কিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল ৩১ জানুয়ারি বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এইচএসপি ঢাকার সহকারী পরিচালক (অর্থ) মো: ফরিদ আহমেদ, ভোলা জেলা শিক্ষা অফিসার দীপক হালদার, ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রকিবুল হাসান ও কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আমির হোসেন, ভোলা পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বাবলু প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০জন প্রধান শিক্ষক, সুপার ও অধ্যক্ষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন টবগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম আচার্য্য শান্ত।
বাংলাদেশ সময়: ১:১৫:২০ ২৫৯ বার পঠিত