ভোলায় জোরপূর্বক ক্ষমতার দাপট দেখিয়ে ঘরে প্রবেশ করে মারধর

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় জোরপূর্বক ক্ষমতার দাপট দেখিয়ে ঘরে প্রবেশ করে মারধর
বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়াড চর আনন্দ পাট-থ্রী এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে বসতঘরে প্রবেশ করে মারধর এর ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগ করলে ভুক্তভোগী সাথীর বড় বোন জানান, আমার বোন সাথীকে ভোলা লঞ্চ ঘাট এলাকায় কোস্টগার্ড অফিসের পাসে কালামুল্লাহ হাওলাদারের ২য় ছেলে আমজাদ হোসেনের কাছে ইসলামিক শরীয়ত মতে দুই পক্ষের সাক্ষীগনের মতামত নিয় পাঁচ লক্ষ টাকা দেনমোহর করে ২ লক্ষ ৫০ হাজার টাকা নগদ আর ২ লক্ষ ৫০ হাজার টাকা বাকীতে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করে।

এরাই ধারাবাহিক আমরা আমাদের সম্মত অনুযায়ী যতটুকু সম্ভব চাওয়া পাওয়া পূরণ করি বেশ কিছু দিন হলো সাথীর শুশুর বাড়ির সবার সাথে স¤পর্ক খুব ভালো কেটেছে, হঠাৎ করে আল্লাহর হুকুমে সাথীর গর্বে বাচ্চা কনসেপ্ট করার কথা শুনতে পারলে তার স্বামী ও তার উপর অমানুষিক নির্যাতন শুরু করে। বিষয়টি আমার বাবা জানতে পেরে সাথীর শুশুর মোঃ কালামুল্লাহ হাওলাদার এর সাথে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি আমার বাবার সাথে খুব খারাপ আচরণ করে তাদের বাড়ি হতে বেরিয়ে যেতে বলে তা না হলে পরিণাম খুব খারাপ হবে,

এ ধরনের কথা শুনে আমার বাবা সে বাড়ি হতে চলে আসে, চলে আসার বেশ কিছু দিন পরে সাথীকে তার স্বামী তিন লাক্ষ টাকা আমার বাবার বাড়ি হতে আনতে হবে বলে, না আনলে সাথীকে মারধর করে টাকার প্রতিশোধ নেবে, সাথী তার বাবাকে টাকার বিষয়টি না বলতে পারায়, তার স্বামী তাকে এলোপাতাড়ি মারধর করে এবং বিভিন্ন রকমের বয় দেখায়,এ ধরনের বয় তার মনে ডুকে সাথী তার শাশুড়ী কে বলে আমাদের বাড়ি চলে আসে।

আমাদের বাড়ি চলে আসার পরে প্রারায় বেশ কয়েক মাস কেটে যায়, সাথীর স্বামী আমজাদ হোসেন ফোন করলে ফোনে খুব খারাপ আচরণ করে, তাই আমার বাবা বুঝতে পারে ওরা আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, তখন কাজী অফিস সাথীর কাবিন আনতে গেলে দেখে কাবিনে পাঁচ লক্ষ টাকা দেনমোহর নগদ,এ বিষয় কাজীর কাছে জানতে চাইলে তিনি জানান আমি কি করব, আমাকে যা বলেছে আমি তাই লেখেছি,আসলে আমরা তো দুই পক্ষের সাক্ষীর মতে দুই লাখ ৫০ হাজার টাকা নগদ আর ২ লাক্ষ ৫০ হাজার টাকা বাকী, এ বিষয় মেয়ের পক্ষে সাক্ষী মোঃ মনির হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান ২ লাক্ষ ৫০ হাজার টাকা নগদ আর ২ লাক্ষ ৫০ হাজার টাকা বাকী এ ভাবে কথা হয়েছে, এখন দেখতে পাওয়া যায় পরোটা নগদ তার মানে ছেলের বাবা আমাদের সাথে একটা জালিয়াতি করেছে আমি এর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমার ভাইকে বলেছি।

শুক্রবার বিকেলে আনুমানিক ৩ টা ৩০ মিনিট এর সময় আমি আমার রুমে শুয়ে আছি বাবা মা ও সাথী আমার বোনের বাড়ি যায়,আমার ভাবি আর আমি বাসায় ভাবি পুকুরে গোসল করে, হঠাৎ করে ডাক চিকৎকার দিয়ে সাথী কোথায় বের হও তা না হলে ঘর বাড়ি ভাংচুর করব, তখন আমি শব্দ শুনে রুম হতে বেরিয়ে দেখি আমার বোন সাথীর দেবর এনামুল আমাকে দমক দিয়ে বলে সাথী কোথায় সাথীকে আসতে বল, আমি বললাম সাথী বাড়ি নাই, আমার বোনের বাড়ি গেছে, তখন কথা কাটাকাটি করে হঠাৎ করে আমার বুকে হাত দিয়ে আমার শরীর থেকে টানা হেছরা করে আমার পরনের উরনা নিয়ে যায়, এবং আমাকে এলোপাতাড়ি মারধর করে, ঘরের ভিতর চোকাস ভাংচুর করে টাকা পয়সা ও অলংকার নিয়ে যায়, আমার চেচামেচির শব্দ শুনে আসেপাশের লোকজন চলে আসলে এনামুল চলে যায়। আমি এর সঠিক তদন্ত প্রতিবেদন এর মাধ্যমে এর বিচার চাই।

এবিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তীর সাথে যোগাযোগ করলে তারা জানান আসলে এ বিয়েটা হলো স¤পুর্ন জোরপূর্বক, তাই এ ধরনের সমস্যা হয়েছে বলে আমরা মনে করি।

এ বিষয় ভুক্তভোগী সাথীর সাথে যোগাযোগ করলে তিনি জানান আমি এ প্রযন্ত অনেক কস্ট মুখ বন্ধ করে সয্য করেছি, আর না ওরা আমাকে মেরে ফেলেছে, এমন হলে কি করে সংসার করব,কিছু হলে আমাকে রুমে আটক করে মারধর করে।

অভিযুক্ত মোঃ এনামূল এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁকে পাওয়া যায় নি,তার বড় ভাই সাথী স্বামী মোঃ আমজাদ হোসেন জানান, আমার ভাই আমার ছেলেকে দেখতে গেলে, না পেয়ে কথা কাটাকাটি করে হাতাহাতি হয়েছে বলে আমাকে জানান এনামুল, আমি কাবিন এর বিষয় কিছু জানিনা আমার বাবা জানেন।

বাংলাদেশ সময়: ১:১৪:৩৯   ২২০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
চরফ্যাশন সড়কে পরিবহন থেকে চাঁদা আদায় বন্ধে শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্মারকলিপি পেশ
সম্পদ লঞ্চকে কর্ণফুলী-৩ লঞ্চের ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো যাত্রীরা!
বসত বাড়ি থেকে দিনমজুর পরিবারকে উৎখাতের চেষ্টা
ভোলায় ধ্বংস করা হয়েছে ৯ কোটি টাকার ইয়াবা
চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধর বাড়িঘর ভাঙচুর, লুটপাট আতঙ্কে রয়েছে এলাকাবাসী
দুই অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার
চরফ্যাশনে পরীক্ষার্থীর খাতায় লিখে দেয়ার দায়ে শিক্ষককের কারাদন্ড
দৌলতখানের চর বৈরাগিয়া মৌজায় ভুয়া খতিয়ান খুলে জমি দখলের পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন
বোরহানউদ্দিনে ধর্ষক ওমর কাজীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও গণমিছিল



আর্কাইভ