
স্টাফ রিপোর্টার ॥
ভোলাই প্রথম জিজেইউএস এন্টার প্রাইজের জিজেইউএস ডেইরী ল্যাবের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সিনিয়র মহা-ব্যাবস্থাপক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম। ইফাদ এর অর্থায়নে ও পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় আরএমটিপি প্রকল্পের আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা ল্যাবরে সার্বিক কার্যক্রম শুরু করে শহরের হোমিও কলেজ রোডে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন পিকেএসএফ এর ভ্যালু চেইন স্পেশালিস্ট মোঃ ইব্রাহীম, গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, গ্রামীন জন উন্নয়ন সংস্থার উপপরিচালক ডাঃ মোঃ খলিলুর রহমান, ভিসিএফ ডেইরি মোঃ রুহুল আমিন।
এ ল্যাবের মাধ্যমে অত্র এলাকার সকল ডেইরি পন্যের গুনগত মান নির্নয় পরীক্ষা কর যাবে। ইতোমধ্যে ল্যাবের মাধ্যমে জিজেইএসএর ডেইরী পন্য সমুহ গুনগত মান বজায় রেখে বাজারজাত করা হচ্ছে। সকল ধরনের দুগ্ধজাত পন্য উৎপাদনকারী সহজে তাদের পন্যের মান নির্নয় করতে পারবে।
বাংলাদেশ সময়: ০:৪০:৩৪ ১৬৪ বার পঠিত