ভোলা-১ আসনে আ’লীগ থেকে মনোনয়নপত্র দাখিল করলেন তোফায়েল আহমেদ

প্রচ্ছদ » জেলা » ভোলা-১ আসনে আ’লীগ থেকে মনোনয়নপত্র দাখিল করলেন তোফায়েল আহমেদ
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩



---

আদিল হোসেন তপু॥

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোলা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ মনোনয়নপত্র দাখিল করেছেন। এই নিয়ে ৭০ থেকে শুরু করে ১২ বার বাংলাদেশ আওয়ামী লীগের থেকে নমিনেশন পেয়ে দলের জন্য নির্বাচন করছেন তিনি।

---

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আরিফুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন, ভোলা পৌরসভার মেয়র মো: মনিরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দোস্ত মাহামুদ, হামিদুল হক বাহালুল, ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকীব, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: ইউনুছ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি মো: মোশারেফ হোসেন, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠকি সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।

---

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের এক এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, বিএনপি কি বললো না বললো এতে কিছু যায় আসে না। সকলের কাছই একটা গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। এবং অনেকেই অংশগ্রহণ করবে সেই নির্বাচনে।

এসময় তোফায়েল আহমেদ আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নৌকায় ভোট চান এবং দোয়া কামনা করেন।

বাংলাদেশ সময়: ২১:৩৫:৪৭   ২৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় র‍্যাবের অভিযানে ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার
ভোলায় ফুটপাত দখল মুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ
দখল হয়ে যাচ্ছে ভোলার ২০০ বছরের ঐতিহ্যবাহী ‘বাংলাস্কুল পুকুর’
ভোলার ২০০ বছরের ঐতিহ্য মহিষের দধি, যেসব কারণে আজও অনন্য
চরফ্যাশনে তরমুজ চারা পরিচর্যায় ব্যস্ত চাষিরা
ভোলায় দিন ব্যাপি পিঠা মেলা অনুষ্ঠিত
জনউন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনিস্টিটিউটে তিনটি ট্রেডে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন
ভোলায় আশার প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রী ফিজিওথেরাপি ক্যাম্প
২০ কোটি টাকার বাস টার্মিনাল এখন ভূতুড়ে
ভোলার পর্যটন: প্রাকৃতিক সৌন্দর্যে ভরা অপরিসীম সম্ভাবনার দ্বীপ



আর্কাইভ