স্টাফ রিপোর্টার ॥
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে এবং হরতাল-অবরোধের সমর্থনে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে জেলা বিএনপি। বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ভোলার ইলিশা সড়ক এলাকায় এই মিছিল করা হয়। মিছিলটি বাপ্তা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে হাজীরহাট গিয়ে শেষ হয়। এ সময় ঘোষিত তফসিল বাতিল ও এক দফার দাবিতে হরতালের পক্ষে শ্লোগান দেয়। মিছিলে জেলা বিএনপির নেতা ইয়ারুল আলম লিটন।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপি সদস্য আক্তার ফারুক বাচ্চু, মহাসিন রাড়ী, ভোলা জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, ভোলা সদর উপজেলা যুবদলের নেতা মোঃ বিল্লাল হোসেন আলমগীর, সুজন, শামীম, ইব্রাহিম দেওয়ান, পৌর যুবদল নেতা, মোঃ জহির, মোঃ রিয়াদ হাওলাদার, ভোলা জেলা ছাত্রদলের নেতা নূর মোহাম্মদ রুবেল, পৌর যুগ্ম-আহবায়ক মোঃ ইব্রাহিমসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ০:৫৬:০৯ ২৯২ বার পঠিত