বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ভোলার বোরহানউদ্দিনে মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে প্রস্তুতিমূলক ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) সকালে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান-উজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া, বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকতা নিরুপম সরকার সোহাগ, উপজেলা কৃষি কর্মকতা গোবিন্দ মন্ডল, উপজেলা মৎস্য কর্মকতা মনোজ কুমার সাহা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ কে.এম.আসাদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকতা চামেলি বেগম, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকতা ডাঃ মোহাম্মদ মাসুম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সোহেল হোসেন, টগবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার, দেউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান বাবুল, কুতুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ, কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব কাজী, দৈনিক আজকের পত্রিকার প্রতিবেদক সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আকাশ প্রমুখ।
এসময় বক্তরা মহান বিজয় দিবসের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন এবং মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, খাদ্য ভেজাল নিয়ন্ত্রণ এর বিষয়গুলো তুলে ধরেন সাথে সাথে যাতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রকার সহিংসতা মূলক কর্মকান্ড না ঘটে সে বিষয়ে ও প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ সময়: ১৬:৫০:১৫ ২২৪ বার পঠিত