
স্টাফ রিপোর্টার ॥
সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপি ঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচিতে ভোলায় ইলিশা সড়কে মশাল মিছিল করেছে জেলা বিএনপির নেতা-কর্মীরা। রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সদস্য সচিব রাইসুল আলমের নেতৃত্বে অবরোধ সফল করার জন্য মশাল মিছিল হয়।
এ মশাল মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বশির হাওলাদার, ইয়ারুল আলম লিটন, আকতার ফারুক বাচ্চু, জেলা সেচ্ছাসেবক দলের সহ সভাপতি রবিন চৌধুরী, লুকু চৌধুরী, ভোলা উপজেলা যুবদল নেতা বিল্লাল হোসেন, মোঃ মাসুম, মোঃ জহির, রিয়াদ হাওলাদার, জেলা ছাত্রদলের নেতা নূর মোহাম্মদ রুবেল, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইব্রাহিমসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এদিকে একইদিন সকালে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রব আকন ও বশির হাওলাদারের নেতৃত্বে ভোলা খেয়াঘাট সড়কে বিক্ষোভ মিছিল করে। পরে সড়কে টায়ারে আগুন দেয় স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় সড়কে গাড়ি চলাচলে বাঁধা দেয় তারা। পরে তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল রাসেল, যুবদল নেতা নবির হাসান, সেচ্ছাসেবক দল নেতা কামালসহ অনেকেই।
বাংলাদেশ সময়: ২৩:৫৪:২৪ ২২৩ বার পঠিত