আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে ৪৬৬০ পিচ ইয়াবাসহ রুহুল আমিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৬ নভেম্বর) দুপুরে ইলিশা-লক্ষ্মীপুর গামী লঞ্চঘাটের পল্টনের উপর অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী রুহুল আমিন হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার নতুন বাজার এলাকার মৃত জোনাব আলীর ছেলে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রবীন্দ্রনাথ সিংহসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ইলিশা-লক্ষ্মীপুর লঞ্চঘাটে অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনকভাবে রুহুল আমিনকে তল্লাশি করি। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪৬৬০ পিচ ইয়াব উদ্ধার করি। পরে তাকে ইয়াবাসহ আটক করে নিয়ে আসি। আটককৃত রুহুল আমিনকে ভোলা থানায় হস্তান্তর করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোলাকে মাদক মুক্ত রাখতে আমাদের মাকদবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৮:২৯:৪০ ৪৫৭ বার পঠিত