অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রচ্ছদ » অর্থনীতি » অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার, ২৫ নভেম্বর ২০২৩



---

আজকের ভোলা রিপোর্টার ॥

ভোলায় অগ্রণী ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) বিকালে ভোলা শহরের কালিনাথ রায়ের বাজার অগ্রণী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং কৃষি ঋণ বিতরন ও খেলাপী ঋণ শতভাগ আদায় নিশ্চিত করনের লক্ষ্যে ভোলা অঞ্চলের অঞ্চল প্রধান এবং শাখা ব্যবস্থাপকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ১০টায় অগ্রণী ব্যাংক লালমোহন শাখায় ৬জন গ্রাহকের মাঝে ২ লাখ ২৫ হাজার টাকা ঋন বিতরন করা হয়। এবং একই সাথে ৫ লাখ ৬১ হাজার টাকা ঋন আদায় করা হয়। দুপুরে ভোলা কালিনাথ রায়ের বাজার শাখায় ১১জন গ্রাহকের মাঝে ৩ লাখ ৫০ হাজার টাকা ঋন বিতরন করা হয়। একই সাথে ৬লাখ ২৭ হাজার টাকা ঋন আদায় করা হয়।

সভায় ব্যাংকের ভোলা অঞ্চলের সহকারি মহাব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ সামিউল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সার্কেলের সহকারি মহাব্যবস্থাপক ফরিদ আহম্মদ খান, ভোলা শাখার সহকারি মহাব্যবস্থাপক পংকজ কুমার নাথ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়াপদা শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান, চরফ্যাসন শাখা ব্যবস্থাপক মোঃ জিয়া উদ্দিন, লালমোহন শাখা ব্যবস্থাপক মোঃ আবদুল হালিম, কালিনাথ রায়ের বাজার শাখা ব্যবস্থাপক খায়রুল বাশার, বাংলাবাজার শাখা ব্যবস্থাপক তানভিরুল আলম, খায়ের হাট শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম, ইসলামী ব্যাংকিং উইনডো শাখা ব্যবস্থাপক খোরশেদ আলম, দৌলতখান শাখা ব্যবস্থাপক মোঃ নোমান, বোরহানউদ্দিন শাখা ব্যবস্থাপক মো. মহিউদ্দিন, শশীভূষণ শাখা ব্যবস্থাপক মো. কামাল হোসেন, আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার এএসএম ফরিদ উদ্দিন, জামাল উদ্দিন, সঞ্জিব কুমার বাড়ই প্রমূখ।

সম্মেলনে প্রধান অতিথি শাখা ব্যবস্থাপকদের উদ্দেশ্যে ব্যাংকের সার্বিক অবস্থা পর্যালোচনা লক্ষ্যমাত্রা ও দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রধান করেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৩:৩০   ১৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ভোলার ২০০ বছরের ঐতিহ্য মহিষের দধি, যেসব কারণে আজও অনন্য
চরফ্যাশনে তরমুজ চারা পরিচর্যায় ব্যস্ত চাষিরা
ভোলায় অগ্রণী ব্যাংক পিএলসি শাখা ব্যবস্থাপক সম্মেলন
একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে কর্মীদের নিষ্ঠা ও পরিশ্রমই মূল চালিকাশক্তি: জাকির হোসেন মহিন
পরানগঞ্জে খামারিদের মাঝে গাড়ল বিতরণ
দৌলতখানে বিনামূল্যে ‘মীর কাদিম’ জাতের গরু ও উপকরণ বিতরণ
তোফায়েল আহমেদের ভাগিনার বাড়িতে আগুন
চরাঞ্চলে সর্জান পদ্ধতিতে কৃষির নতুন সম্ভাবনা
ভোলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপন
ভোলায় ক্যাপসিকামের ব্যাপক ফলনে কৃষকের স্বপ্নবদল



আর্কাইভ