ঘূর্ণিঝড় মিধিলির তান্ডবে ভোলার ‘এ্যাডভান্স অটো ব্রিকস’ ইটভাটার কোটি টাকার ক্ষতি

প্রচ্ছদ » অর্থনীতি » ঘূর্ণিঝড় মিধিলির তান্ডবে ভোলার ‘এ্যাডভান্স অটো ব্রিকস’ ইটভাটার কোটি টাকার ক্ষতি
রবিবার, ১৯ নভেম্বর ২০২৩



---

ইয়াছিনুল ঈমন॥

ঘূর্ণিঝড় মিধিলির টান্ডবে ভোলা সদর উপজেলার ‘এ্যাডভান্স অটো ব্রিকস’ ইট ভাটার শেড বিধ্বস্ত হয়ে সর্ম্পূণরুপে পরে গেছে। এতে করে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। তাছাড়া ভোলা সদর উপজেলার রূপালী ব্রিকস, মেঘনা ব্রিকস, একতা ব্রিকসে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে।

এ্যাডভান্স অটো ব্রিকসের ইটভাটায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে পুরো ইটভাঁটাটি বিধবস্ত অবস্থায় রয়েছে। পুরো শেডটি মাটিতে পরে রয়েছে। এর কারণে ইট উৎপাদন ১ দিন বন্ধ ছিল।

এ্যাডভান্স অটো ব্রিকসের পরিচালক মাহমুদ হোসেন সুমন বলেন, বড় আকারের শেডটি ঘূর্ণিঝড়ের প্রভাবে বিধ্বস্ত হওয়ার কারণে আমাদের ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। পরে যাওয়া শেডের নিচে থাকা অন্যান্য মালামাল নষ্ট হয়ে গিয়েছে। কারখানায় উৎপাদন বন্ধ থাকার কারণে শ্রমিকরা ১ দিন কর্মহীন ছিল। আমাদের ইটভাটায় ৩ শতাধিক শ্রমিক কাজ করে। সরকারের কাছে আমাদের দাবি আর্থিক ক্ষতি পোষানোর জন্য অনুদান দেয়া হোক এবং ব্যাংক ঋণের সুদ মওকুফ করা হোক। পাশাপাশি ভ্যাটের হার কমানো হলে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কিছুটা সহযোগিতা হবে।

বাংলাদেশ সময়: ১৮:৩৭:২৩   ৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ইসরাইল ও হামাসের মধ্যে কাতার কিভাবে মধ্যস্থতাকারী হয়ে উঠল
ভোলায় মাসব্যপী শিশুমেলা শুরু, আনন্দ- উৎসবে মেতে উঠলো শিশুরা
অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলীনগরে লাউগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
ইউটিউব দেখে হ্যান্ডপেইন্ট শিখে এ্যানির আয় ৩০ হাজার টাকা
মেঘনা-তেঁতুলিয়া হঠাৎ পাঙাশ মাছে সয়লাব!
ফসলের ক্ষেতে ‘মিধিলি’র তান্ডব: ঋণ শোধের চিন্তায় দিশেহারা ভোলার কৃষকেরা
ভোলায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে ভোলার ইটভাটা গুলোতে শত কোটি টাকার ক্ষতি
ভোলায় বিধ্বস্ত ৪ শতাধিক ঘর, ফসলের ব্যাপক ক্ষতি

আর্কাইভ