আজকের ভোলা রিপোর্ট॥
দুনিয়ার বুকে বিদায় সবাই চিরন্তন কেউ নয় আগমন যার বিদায় তার, চলছে ধারা এই বসুন্ধরায়। ১৩নং উত্তর মুরাদ ছবউল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার (১৯ নভেম্বর) সকালে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ। আরো উপস্থিত ছিলেন, ছাত্র ছাত্রীদের অভিভাবক।
অনুষ্ঠানটির সভাপতিত্বে করেন ও স্কুলের প্রধান শিক্ষক উম্মে হাবিবা। এসময় অতিথির পক্ষ থেকে বক্তব্য রাখেন, সাংবাদিক মোঃ কামাল হোসেন, গাজীপুর হাই স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ হোসেন ও কামাল হোসেন, স্কুলের প্রাক্তন ছাত্র মোঃ ইউসুফ, ম্যানেজিং কমিটির জামাল হোসেন সরদার। ছাত্র-ছাত্রীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, মেহজাবিন ইসলাম।
অনুষ্ঠান উপস্থাপনা করেন, জাকির হোসেন জুয়েল। অনুষ্ঠানটি শেষে ওই স্কুলে প্রধান শিক্ষক জনাব মোসাম্মদ উম্মে হাবিবা ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।
মাওলানা আব্দুল হাই এর মাধ্যমে দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্ত হয়।
বাংলাদেশ সময়: ১৮:৩৫:৫৭ ২৯৬ বার পঠিত