স্টাফ রিপোর্টার ॥
গণবিরোধী তফসিল বাতিলের দাবীতে ও গ্রহণযোগ্য সরকারের দাবীতে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। শনিবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় এ বিক্ষোভ মিছিল করে জেলা বিজেপি। বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার আসলে পুলিশের বাঁধা মুখে পড়ে।
জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লার নেতৃত্বে ভোলা নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে গেলে পুলিশ বাঁধা দেয়। এ সময় বিক্ষোভকারীরা বাঁধা স্থলে দাঁড়িয়েই বক্তব্যের মাধ্যমে মিছিল শেষ করে।
এ সময় বক্তারা বলেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র নেতৃত্বে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি একটি শক্তিশালী ও শান্তিপ্রিয় দল। আজকের এই বিক্ষোভে দাড়িয়ে বলতে চাই, অনতি বিলম্বে এই গণবিরোধী তফসীল বাতিল করে একটি গ্রহনযোগ্য সরকারের অধিনে গ্রহনযোগ্য নির্বাচন দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা বিজিপি সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন মাস্টার, সম্পাদক আবুল বশার বুলবুল, জেলা যুব সংহতির আহ্বায়ক নূরে আলম ছিদ্দিকি টিটু, জেলা সেচ্ছাসেবক পার্টির সভাপতি গোলাম হোসেন, সম্পাদক মোঃ নাজিমুদ্দিন, জেলা ছাত্র সমাজের আহ্বায়ক মানস ঘোষ শান্ত, জেলা শ্রমিক পার্টির সম্পাদক মোঃ শাজাহান প্রমূখ।
বাংলাদেশ সময়: ০:৫৯:৩২ ২০২ বার পঠিত