
আল আমিন।।
দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত একতরফা তফসিল বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১৬ নভেম্বর’২৩ বিকাল তিনটায় ভোলা হাট খোলা মসজিদ চত্বরে মাওলানা আতাউর রহমান মোমতাজী-এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল প্রশাসনের বাঁধায় ভোলা নতুন বাজার চত্বরে এসে শেষ হয়। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর-এর সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী বলেন, তামাশার তফসিল আপামর জনতা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। জনগণের মতামতকে উপেক্ষা করে অবৈধ আওয়ামী লীগ সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের একতরফা নির্বাচন করার পাঁয়তারা করছে ২০১৪ ও ১৮ নির্বাচনের মত। আগামী ৭ জানুয়ারি’২৪ এর নির্বাচন এই নির্বাচন কমিশন ও দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না। এবং অতিসত্বর এই নির্বাচন কমিশন বাতিল করে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। না হলে জনগণ নিজেদের ভোটের অধিকার রক্ষার্থে নিজেদের জীবনকে বিলিয়ে দিবে। তারপরও তারা ভোট অধিকার কে রক্ষা করে ছাড়বে, ইনশাআল্লাহ!
এই সময় আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সহ-সভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন, ইসলামের যুব আন্দোলন জেলা সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সভাপতি এম সাইফুল ইসলাম’সহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১:৫০:৫১ ১৫৮ বার পঠিত