
শাহিন আলম মাকসুদ, লালমোহন ॥
ভোলার লালমোহনে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যে ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে লালমোহন ও তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকালে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল শিকদার বাজারে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সাংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পায়তারা করছে। বর্তমান সরকার প্রধান দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রানায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়।
তাই জমাত বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে উন্নয়নের সরকার শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানানো হয়।
এ সময় আরও বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ, জেলা পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম রিপন তজুমদ্দিন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শিলা, কালমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতার হোসেন হাওলাদার, ধলীগৌনগর ইউনিয়ন (উত্তর) আওয়ামী লীগের সভাপতি মাকসুদ হাওলাদার সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ১:৪৩:৪৪ ৫৯ বার পঠিত