
বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ভোলার বোরহানউদ্দিনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকালে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যুবলীগের আয়োজনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ, ১মিনিট নিরবতা পালন দোয়া ও মুনাজাত করা হয়।
বিকালে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তাজউদ্দীন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগিতা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ১:৪১:০৮ ৭৮ বার পঠিত