ভোলায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত
রবিবার, ৫ নভেম্বর ২০২৩



---

স্টাফ রিপোর্টার ॥

সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ভোলায় ৫২তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ এর আয়োজনে সকালে দিবসটি উপলক্ষ্যে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।

ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা সমবায় ইউনিয়ন এর সভাপতি ফজলুল কাদের মজনু এর সভাপতিত্বে আলোচনা সভায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামান, ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক ও সমবায় ব্যাংক লি. এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি জহুরুল ও ইসলাম নকীব, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমাড়, যুগ্ম-সাধারন সম্পাদক মোহাম্মদ ইউনুছ, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম প্রমুখ। এসময় বক্তরা বলেন, সমবায় ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে বহুদেশ অনেক এগিয়ে গেছে। তাই সমবায় ব্যবস্থাকে শক্তিশারী করে আমাদের আরো এগিয়ে যেতে হবে।

---

এসময় বক্তারা আরো বলেন, সরকারের লক্ষ্য পূরণে দেশের সমবায় সংগঠনগুলো অগ্রনী ভূমিকা রাখবে এই আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের গুরুত্ব বিবেচনা করে দেশের সংবিধানে সমবায়কে মালিকানার দ্বিতীয় খাত হিসেবে নির্ধারণ করেন।

আওয়ামী লীগ সরকার ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছে। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা চারটি ভিত্তি নির্ধারণ করেছি-স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সরকার। সমবায়ের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন করে স্মার্ট নাগরিক এবং স্মার্ট সমাজ তথা অর্থনীতিকে স্মার্ট করে গড়ে তোলা সম্ভব।

বাংলাদেশ সময়: ১৫:১৬:০৮   ২২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ভোলায় সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান
লালমোহনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে অনুদান বিতরণ করলেন জেলা প্রশাসক
লালমোহনে অগ্নিকান্ডে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে
চরফ্যাশনে ডিলার নিয়োগ ॥ আবেদন ফির নামে টাকা আদায়ের অভিযোগ
দৌলতখানে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ
কুঞ্জেরহাটে মধ্যরাতে ৯ দোকান পুড়ে ছাই, কোটি টাকা ক্ষতিগ্রস্ত
ভোলায় ইসলামি ব্যাংকের গ্রাহক সেবা-২০২৪ পালিত
ভোলা পৌর কিচেন মার্কেটে অত্যাধুনিক সুপার সপের উদ্বোধন
অনাবাদি জমিতে বস্তায় আদা চাষে স্বপ্ন বুনছেন কৃষকরা
ভোলায় জোয়ারে ক্ষতিগ্রস্ত ২০ হাজার হেক্টর জমির ফসল



আর্কাইভ