বোরহানউদ্দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ২০ ॥ আতঙ্কে এলাকাবাসী

প্রচ্ছদ » জেলা » বোরহানউদ্দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ২০ ॥ আতঙ্কে এলাকাবাসী
রবিবার, ৫ নভেম্বর ২০২৩



---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥

বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাগলা কুকুরের কামড়ে আহত ২০ জন। এছাড়াও ওই কুকুরের কামড়ে শিশু, নারী ও বৃদ্ধ আক্রমণের শিকার। এর পর থেকে আতঙ্কে ছড়িয়ে পড়ে পুরো বোরহানউদ্দিন উপজেলায়। গত শুক্রবার বিকেল ও শনিবার ভোর থেকে পক্ষিয়া, ছাগলা, কাঁচিয়া এবং কুতুবা ইউনিয়নগুলোতে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন পক্ষিয়া ৮নং ইউনিয়নের আব্দুল করিমের ছেলে মোঃ ঈসমাইল হোসেন (৯), একই গ্রামের মোঃ কবির হোসেনের মেয়ে মরিয়ম বেগম(৪), এছাড়াও কাচিয়া ইউনিয়নের আবু তাহেরের ছেলে ওমর ফারুক (৩বছর ৪ মাস), এছাড়াও মাহিমা (২৫), মসির (৩৫), ফাতেমা (৪০), সুফিয়া (৬০), সাহীনুর (৬), সামসল ইসলাম (৩০), সারমিন (১৩), ইয়াসমিন, জোবায়ের, আব্দুল্লাহসহ দুই দিনে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে ভর্তি হয়েছে।

কর্তব্যরত চিকিৎসক ডাঃ আঃ মালেক এবং ডাঃ মোঃ তারেক জানান, শুক্রবার ও শনিবার সারাদিনে প্রায় ২০ জনের অধিক বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এদের মধ্যে কিছু আশঙ্কাজনক রোগীকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ভোলা এবং ঢাকায় রেফার করি।

কাচিয়া ইউনিয়নের বাসিন্দা প্রত্যক্ষদর্শী আবুল কালাম এবং হাফেজ নাঈম জানান, গতকাল থেকে প্রায় ৪০/৫০জনকে তিনটি পাগলা কুকুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের কামড়াইছে।

অন্যদিকে কুকুরের কামড় থেকে বাঁচতে এবং সাধারণ মানুষদের সতর্ক করতে বাজারে বাজারে মাইকিং করেছে সেচ্ছাসেবী ফারাবি হোসেন।

সে জানান, আমার মাকে এবং বোনকে কুকুরে কামড়নোর পর নিজ উদ্যোগেই মাইকিং করেছি।

জানা যায়, প্রথমে ১টি পাগলা কুকুর বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারের কাছে কিছু মানুষকে খুবই বিশ্রিভাবে কামড়ে দেয়।পরে আরো ২টি একত্রিত হয়ে মোট তিনটি কুকুর পর্যাক্রমে পক্ষীয়া, ছাগলা, কাঁচিয়া এবং কুতুবা ইউনিয়নগুলোতে সাধারণ মানুষদের উপর আক্রমণ করে।

এদিকে বোরহানউদ্দিনের রাস্তায় রাস্তায় লাঠি হাতে কিছু যুবককে দেখা যায়। প্রশ্র করলে স্থানীয় বাসিন্দা আব্দুল সাত্তার মিয়া জানান, পাগলা কুকুরের কামড়ের ভয়ে আমরা লাঠি হাতে নিয়ে হাটতে হয়, দিনে অবশ্যই পাগলা কুকুরকে না পেয়ে অন্য ২ টাকে মেরেছি।

রাতে ঔ পাগলা কুকুরকে সাধারণ জনতা দাওয়া দিয়ে মেরেছে। এখনো পুরোপুরি আতঙ্ক কাটেনি বোরহানউদ্দিনবাসির।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামান জানান, এই বিষয় প্রশাসন অবগত আছেন, হঠাৎ করে উপদ্রব বেড়ে যাওয়ায় এবং পর্যাপ্ত কুকুর ধরার যন্ত্রংশ না থাকায় এখনই নিয়ন্ত্রণ আনতে না পারলেও এলাকাবাসী ২/৩টি কে আটকিয়ে রেখেছে।

প্রশাসনের পক্ষ থেকে যে যে ইউনিয়নে কুকুরের উপদ্রব বেড়ে গেছে সেই সকল চেয়ারম্যানদেরকে অবহিত করা হয়েছে। যাতে আপাতত চৌকিদার দ্বারা সাধারণ মানুষের সতর্ক করতে পারে।

বাংলাদেশ সময়: ১৪:৩৬:২৯   ২৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় উৎসবমুখর পরিবেশে মনোনয়নন পত্র জমা দিলেন ২০প্রার্থী
ভোলা-১ আসনে আ’লীগ থেকে মনোনয়নপত্র দাখিল করলেন তোফায়েল আহমেদ
ভোলা-৩ আসনে ৪র্থ বার নৌকার মনোনয়ন জমা দিলেন এমপি শাওন
ভেদুরিয়ায় ১৪ মাস ধরে জেলে নিখোঁজ, স্ত্রীর ধারণা গুম
ভোলায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত তোফায়েল আহমেদ
তফসিল বাতিল ও হরতালের সমর্থনে ভোলায় বিএনপির মশাল মিছিল
মহাতাবু জলসার মধ্য দিয়ে ভোলায় শেষ হলো তিনটি কাব স্কাউট বেসিক কোর্স
ভোলায় অলটারনেটিভ লার্নিং প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত
ভোলায় হত্যাচেষ্টা মামলায় ৪ জনকে কারাদন্ড
দৌলতখানে চাকরি দেওয়ার নামে কোটি টাকা আত্মসাৎ করলেন অধ্যক্ষ

আর্কাইভ