চরফ্যাশন প্রতিনিধি ॥
চরফ্যাশন উপজেলার ৪টি সাব-রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি অফিসার না থাকায় দলিল স¤পাদন বন্ধ রয়েছে। এতে মাসে লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত রয়েছে সরকার।
তথ্য সূত্রে জানা যায়, চরফ্যাশন উপজেলায় দুজন সাব-রেজিস্ট্রার নুরে আলম সিকদার ও ওমর ফারুক ছিলেন। তারা দলিল কার্যক্রম স¤পাদন করছিলেন। চলতি মাসের ৪ অক্টোবর শশীভূষণ ও দক্ষিণ আইচা থানার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ওমর ফারুক ২২ অক্টোবর চরফ্যাশন সদর ও দুলারহাট (সাব-অফিসের) সাব-রেজিস্ট্রার নুরে আলম সিকদার বদলি হয়ে যান। ফলে ৪টি সাব-রেজিস্ট্রার অফিসে কোনো অফিসার নেই।
এ ছাড়াও মনপুরা, লালমোহান, বাংলাবাজার ও তজুমুদ্দিন সাব-রেজিস্ট্রার পদ শূন্য রয়েছে বলে জানা গেছে। ভোলা জেলায় মাত্র দুজন ভোলা সদর ও বোরহান উদ্দিন উপজেলা সাব-রেজিস্ট্রার রয়েছে।
চরফ্যাশন দলিল লেখক সমিতির সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ বলেন, দুই সাপ্তাহ ধরে দলিল লেখা কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ মানুষ জমি ক্রয়-বিক্রয় থেকে বঞ্চিত রয়েছে। আমরা সরকারের কাছে দ্রুত সাব-রেজিস্ট্রার দেওয়ার দাবি করছি।
জেলা রেজিস্ট্রার অনিসুর রহমান সাংবাদিকদের বলেন, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই চরফ্যাশনে অফিসার দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০:২৩:৫৪ ৩৪৮ বার পঠিত