
স্টাফ রিপোর্টার ॥
ভোলায় বাস মালিক সমিতির অন্যায়, নির্যাতন ও স্বৈরাচারিতার বিরুদ্ধে সিএনজি চালকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (০২ অক্টোবর) দুপুরে ভোলা জেলার সিএনজি মালিক চালক সমিতি, ভোলার আয়োজনে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের সদর রোড প্রদক্ষিণ করে যুগীরঘোল গিয়ে শেষ হয়।
এ সময় তারা বলেন, সড়কের রোড পারমিট প্রাপ্তির পরেও বাস মালিক সমিতির লাঠিয়াল বাহিনীর আক্রমণের শিকার হচ্ছে সিএনজি-অটোরিকশা চালকরা। যাত্রী নিয়ে দক্ষিণ যাতায়াত করলে বাস মালিক সমিতির লোকজন আমাদেরকে বাঁধা সৃষ্টি করে। তারা সিএনজি চালকদেরকে মারধর করে ও ভয়ভীতি দেখায়।
বাস মালিক সমিতির জোড় জুলুম, অন্যায়, অত্যাচারসহ নানা অভিযোগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগী সিএনজি চালকরা।
বাংলাদেশ সময়: ১:৩২:৫৭ ১৫৭ বার পঠিত