
স্টাফ রিপোর্টার ॥
বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৩-২৪ অনুযায়ী ভোলা সদর উপজেলায় ছেলেদের সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ অক্টোবর) ক্রীড়া পরিদপ্তর, ঢাকা কর্তৃক অনুমোদিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৩-২৪ অনুযায়ী ভোলা জেলা ক্রীড়া অফিসের সার্বিক তত্ত্বাবধায়নে ১৬ বছর বয়স্ক ছেলেদের নিয়ে ভোলা দারুল হাদিস কামিল স্লাতকোত্তর মাদ্রাসা সংলগ্ন পুকুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২জন ছেলেদের নিয়ে ৪টি ইভেন্টে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, ভোলা জেলা শিক্ষা অফিসার দীপক হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা দারুল হাদিস কামিল ¯œাতকোত্তর মাদরাসা উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাইম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম। অনুষ্ঠানে প্রচুর দর্শক উপস্থিত থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপভোগ করেন।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মাদক হতে দূরে রাখতে, জঙ্গিবাদ রুখতে, ইভটিজিং, অসামাজিক ও সন্ত্রাসী কার্যকলাপ হতে দূরে রাখতে খেলাধুলার গুরুত্বারোপ করেন। বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিচ্ছেন।
বাংলাদেশ সময়: ১:৩১:৩৯ ২০২ বার পঠিত