৬০০ গ্রামের ইলিশও ১২০০ টাকা কেজি

প্রচ্ছদ » অর্থনীতি » ৬০০ গ্রামের ইলিশও ১২০০ টাকা কেজি
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার খুচরা বাজারগুলোতে ইলিশের সরবরাহ বাড়তে শুরু করেছে। কিন্তু সারাদেশের ৩৩ শতাংশ ইলিশ উৎপাদনকারী এ জেলায় কিছুতেই কমছে না দাম। আগে যেখানে হালি (৪ পিস) হিসেবে বিক্রি হতো সেখানে এখন ওজনে বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে এসব বিষয় জানা যায়।

ভোলা পৌরশহরের মাছ বাজারে ইলিশ কিনতে আসা মো. ইয়াসিন, নুর নাহার বেগম ও মো. মহসিন জানান, তারা বাড়িতে খাওয়ার জন্য ইলিশ মাছ কিনতে বাজারে এসেছেন। আজ বাজারে আগের চেয়ে বেশি পরিমাণ মাছ উঠেছে। কিন্তু দাম অনেক বেশি চাচ্ছেন ব্যবসায়ীরা। তারা যে সাইজের ইলিশ যে টাকায় কিনবে বলে এসেছেন কিন্তু সে টাকায় অনেক ছোট সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে। এতে সামর্থ্য অনুযায়ী ইলিশ কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা।

বাজারে খুচরা মৎস্য ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম ও মো. তছির জানান, তারা ইলিশ মাছ ভোলার তুলাতুলি, ভোলার খাল, জংশনসহ বিভিন্ন মৎস্যঘাট থেকে নিলামে কিনেছেন। আগের চেয়ে গত কয়েক দিন ইলিশ বেশি উঠছে জেলেদের জালে। মৎস্যঘাটেও ব্যবসায়ীর সংখ্যাও বেড়েছে। তাই নিলামে ইলিশ মাছের দাম বেশি ওঠে। বাধ্য হয়ে ঘাট থেকে বেশি দামে ইলিশ কিনতে হচ্ছে।

তারা বলেন, বর্তমানে খুচরা বাজারে আমরা এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি করছি এক হাজার ৮০০ টাকা, ৮০০-৯০০ গ্রামের ইলিশ এক হাজার ৬০০, ৬০০-৭০০ গ্রামের এক হাজার ২০০ টাকা ও ৫০০ গ্রামের ওজনের ইলিশ ৯০০ টাকা বিক্রি করছি। বেশি দামে কেনায় দাম বেশি দিয়ে বিক্রি করতে হচ্ছে।

এ বিষয়ে তুলাতুলি মৎস্যঘাটের আড়তদার মো. আব্দুল খালেক বলেন, ভোলার মৎস্য আড়তদাররা ইলিশের অফ সিজনে ঢাকা, বরিশাল, চাঁদপুর ও খুলনার পাইকারি আড়তদারদের থেকে কোটি কোটি টাকা দাদন এনে জেলেদের দিয়েছেন। আর ইলিশের ভরা মৌসুমে ওই আড়তগুলোতে ইলিশ বেশি পাঠানোর চাপ আছেন। কিন্তু এখনো নদীতে বেশি পরিমাণ ইলিশ পাচ্ছেন না জেলেরা। এছাড়া প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মৎস্য ঘাটগুলোতে মৎস্য ব্যবসায়ীর সংখ্যা বেশি হয়। এ কারণে নিলামে ইলিশের দাম বেশি উঠে যায়।

তিনি আরও বলেন, বাজারের খুচরা ব্যবসায়ীরা মৎস্যঘাট থেকে নিলামে ইলিশ কিনে আবার খুচরা বাজারে লাভে বিক্রি করছেন। এসব কারণে খুচরা বাজারে ইলিশের দাম একটু বেশি। তবে অক্টোবরের প্রথম সপ্তাহের দিকে নদীতে আরও বেশি পরিমাণ ইলিশ পাবেন জেলেরা। ফলে ভোলার খুচরা বাজারে ইলিশের দামও অনেক কমবে।

বাংলাদেশ সময়: ০:৪১:৫৯   ১৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ইসরাইল ও হামাসের মধ্যে কাতার কিভাবে মধ্যস্থতাকারী হয়ে উঠল
ভোলায় মাসব্যপী শিশুমেলা শুরু, আনন্দ- উৎসবে মেতে উঠলো শিশুরা
অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলীনগরে লাউগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
ইউটিউব দেখে হ্যান্ডপেইন্ট শিখে এ্যানির আয় ৩০ হাজার টাকা
মেঘনা-তেঁতুলিয়া হঠাৎ পাঙাশ মাছে সয়লাব!
ফসলের ক্ষেতে ‘মিধিলি’র তান্ডব: ঋণ শোধের চিন্তায় দিশেহারা ভোলার কৃষকেরা
ভোলায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে ভোলার ইটভাটা গুলোতে শত কোটি টাকার ক্ষতি
ভোলায় বিধ্বস্ত ৪ শতাধিক ঘর, ফসলের ব্যাপক ক্ষতি

আর্কাইভ