ভোলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

প্রচ্ছদ » জেলা » ভোলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’ এবং শ্লোগান হচ্ছে ইন্টারনেটে তথ্য পেলে জনগণের শান্তি মেলে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত বের হয়। র‌্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আলমগীর হুসাইন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তাপস কুমাড় শীল, জেলা তথ্য অফিসার নুরুল আমিন, সহকারী বন সংরক্ষক মো: মনিরুজ্জামান, সহকারী কমিশনার মো: আরাফাত হোসেন, সহকারী কমিশনার দীপক ত্রিপুরা প্রমুখ।

এসময় বক্তারা বলেন বর্তমান সরকারের আমলে দেশে অবাধ তথ্য প্রবাহের কারণে সব সেক্টরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

সভায় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, ইন্টারনেটের ফলে তথ্য পাওয়া অনেক সহজ হয়েছে। মানুষের হয়রানি বহুলাংশে কমে এসেছে। এ সময় তারা তথ্য প্রাপ্তির সময় কমিয়ে আনার পরামর্শ দেন।

আলোচনা সভায় বক্তারা অবাধ তথ্য প্রআহের এই যুগে তথ্যকে ইতিবাচকভাবে ব্যবহারের উপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়। এ বছর ও দিন পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি থাকায় বাংলাদেশে বুধবারই (২৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১:৫৬:১৩   ২৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ভোলায় মানববন্ধন
উধাও খাদ্যবান্ধবের ডিলাররা: চাল না পেয়ে কষ্টে ৫০ হাজার পরিবার
ভোলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ৬
আবাসিক এলাকায় ইটভাটা, কৃষি ও পরিবেশের মারাত্মক ক্ষতি
ভোলায় চিকিৎসা বন্ধ রেখে নার্সদের কর্মবিরতি ॥ রোগীদের ভোগান্তি
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
ভোলায় এক নারীসহ তিন মরদেহ উদ্ধার
ভোলায় শুরু হলো ছাগল ও ভেড়ার পিপিআর টিকা ক্যাম্পেইন
গুলশান থেকে গ্রেফতার ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য জ্যাকব
ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ১৫ জন আটক



আর্কাইভ