মেঘনা ও তেঁতুলিয়া নদীর বালু উত্তলনে হুমকির মুখে ভোলা শহর

প্রচ্ছদ » জেলা » মেঘনা ও তেঁতুলিয়া নদীর বালু উত্তলনে হুমকির মুখে ভোলা শহর
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩



---

মোঃ মনছুর আলম ॥

মেঘনা ও তেঁতুলিয়া নদীর বালু উত্তলনে হুমকির মুখে ভোলা শহর। মেঘনা ও তেঁতুলিয়া নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে মানুষের বসত ভিটা, ফষলি জমি, মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। চারদিকে নদী হওয়ায় এ জেলার মানুষের দিন কাটে আতঙ্কের মধ্যে। সরকারের উন্নয়নের ছোঁয়া কম হয়নি এ জেলায়। নদী বিশিষ্ট এ জেলায় উন্নয়নের সুফলগুলো বেশিরভাগই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৩,৪,৫ ও ৬নং ওয়ার্ডের পাশ দিয়েই বহমান তেঁতুলিয়া নদী। এই তেঁতুলিয়া নদীর তীরবর্তী ভেদুরিয়া লঞ্চঘাট হতে চর চটকিমারা খেয়ারঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকায় দীর্ঘদিন যাবৎ নদী ভাঙনের তান্ডব চলতে থাকে। দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে মেঘনা ও তেঁতুলিয়ার ভাঙ্গন অব্যাহত রয়েছে। ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলনের কারণে বড় হচ্ছে মেঘনা ও তেঁতুলিয়া নদী। দিন দিন ছোট হয়ে আসছে ভোলা শহর।

ইতিমধ্যে এখানকার অসহায় মানুষগুলো হারিয়েছে তাদের বসত-ভিটাসহ আবাদি জমি। বর্তমানে নদীর তীরবর্তী যেসব পরিবার বসবাস করছে তাদের দিন কাটছে চরম আতঙ্কের মধ্যে। মেঘনা ও তেঁতুলিয়া নদীর ভাঙ্গনের ফলে, নদী সংলগ্ন রাস্তা, মসজিদ, বসতবিটা ও ফসলী জমি নদী গর্ভে বিলীনের পথে। অনেক পরিবার নদীগর্ভে সহায় সম্পত্তি হারিয়ে অসহায়ত্বের জীবন যাপন করছে।

দীর্ঘদিন যাবৎ মেঘনা ও তেঁতুলিয়ার ভাঙ্গন অব্যাহত রয়েছে। স্থায়ীভাবে নদী ভাঙ্গনের ব্যবস্থা গ্রহণ করা হলেও তা ঠেকানো সম্ভব হচ্ছে না ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে এখন ভোলা শহর হুমকির মুখে। এ জেলার উন্নয়ন অব্যাহত থাকলেও নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে পারছেনা। এতো উন্নয়নের সুফল আস্তে আস্তে কেড়ে নিচ্ছে রাক্ষসী মেঘনা ও তেঁতুলিয়া। সরকার এতো হাজার কোটি টাকা ব্যায় করে সিসি ব্লক দিয়েও নদী ভাঙ্গনের হাত থেকে ভোলাকে বাচাতে পারছেনা একটাই কারণ নদী থেকে বালু উত্তোলন।

ভোলার পানি উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী মোঃ মোহাইমিনুল ইসলাম বলেন, মেঘনা ও তেঁতুলিয়া নদীর ভাঙ্গন থেকে রক্ষা করতে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ইলিশায় সিসি ব্লক নদীতে তলিয়ে যাওয়ার পর তাৎক্ষণিক জিও ব্যাগ দিয়ে ঠেকানোর চেষ্টা চলছে। এখন অনুমোদন পেলেই সিসি ব্লকের কাজ শুরু করা হবে।

বাংলাদেশ সময়: ২:০৪:২৬   ২৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় উৎসবমুখর পরিবেশে মনোনয়নন পত্র জমা দিলেন ২০প্রার্থী
ভোলা-১ আসনে আ’লীগ থেকে মনোনয়নপত্র দাখিল করলেন তোফায়েল আহমেদ
ভোলা-৩ আসনে ৪র্থ বার নৌকার মনোনয়ন জমা দিলেন এমপি শাওন
ভেদুরিয়ায় ১৪ মাস ধরে জেলে নিখোঁজ, স্ত্রীর ধারণা গুম
ভোলায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত তোফায়েল আহমেদ
তফসিল বাতিল ও হরতালের সমর্থনে ভোলায় বিএনপির মশাল মিছিল
মহাতাবু জলসার মধ্য দিয়ে ভোলায় শেষ হলো তিনটি কাব স্কাউট বেসিক কোর্স
ভোলায় অলটারনেটিভ লার্নিং প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত
ভোলায় হত্যাচেষ্টা মামলায় ৪ জনকে কারাদন্ড
দৌলতখানে চাকরি দেওয়ার নামে কোটি টাকা আত্মসাৎ করলেন অধ্যক্ষ

আর্কাইভ