মনপুরায় উদ্ভোধনের ৯ বছর পার হলেও ৫০ শয্যা হাসপাতালটি এখনও চালু হয়নি

প্রচ্ছদ » জেলা » মনপুরায় উদ্ভোধনের ৯ বছর পার হলেও ৫০ শয্যা হাসপাতালটি এখনও চালু হয়নি
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩



---

বিশেষ প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় দেড় লক্ষাধিক লোকের চিকিৎসা সেবার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলিজিক্যাল যন্ত্রপাতি জনবল সংকটের কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। প্যাথলিজিক্যাল যন্ত্রপাতি, বিদ্যুৎ সমস্যা ও জনবলের অভাবসহ নানান সমস্যায় জর্জড়িত রয়েছে উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি। ৩১ শয্যার হাসপাতালটি গত ২১শে জুন ২০১৪ সালে ৫০ শয্যায় উন্নীত করে উদ্ভোধন করা হলেও এখনও চালু হয়নি। স্বাস্থ্য কমপ্লেক্সটি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি ও আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির’র উদ্ভোধনের ৯ বছর পার হলেও এখনও আর্থিক অনুমোদন পায়নি। যার ফলে জনবল সংকট ও প্রয়োজনীয় প্যাথলিজিক্যাল যন্ত্রপাতি এবং বিদ্যুতের অভাবে চালু হয়নি নবনির্মিত ৫০ শয্যা হাসপাতালটি। জনবল সংকটের কারনে সাধারন রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০১টি পদের মধ্যে ৬৭ টি পদ দীর্ঘদিন পর্যন্ত শূন্য। ৫ জন ডাক্তার কর্মরত আছেন। দৈনিক ৩শতাধিক রোগী দেখছেন ডাক্তাররা।

খোঁজ নিয়ে জানা যায়, চিকিৎসকের ১০টি পদের মধ্যে ৫টি পদশূন্য। এর মধ্যে জুনিয়র কনসালটেন্ট সার্জারী, মেডিসিন, গাইনী, এনেসথেসিয়া, ডেন্টাল সার্জন পদ দীর্ঘদিন শূন্য রয়েছে। সিনিয়র স্টাফ নার্স ও সহকারী নার্সের ২৫ টি পদের মধ্যে ২০ট পদ শূন্য। সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ৫টি পদের মধ্যে ৪টি পদ শূন্য। মেডিক্যাল টেকনিশিয়ান ল্যাভ ৪টি পদের মধ্যে ৪টি শূন্য। মেডিকেল টেকনোলোজিস্ট ডেন্টাল ১টি পদ শূন্য। এমটি রেডিওগ্রাফার ১টি পদ শূন্য। ফার্মাসিষ্ট ৪টি পদের মধ্যে ১টি পদ শূন্য। মিডওয়াইফ ৪টি পদের মধ্যে ১টি পদ শূন্য। স্বাস্থ্যসহকারী ১টি পদ শূন্য। মেডিক্যাল টেকনোলোজিস্ট রেডিওলোজি এন্ড ইমাজিং ১টি পদ শূন্য। মেডিক্যাল টেকনোলোজিস্ট এস.এল ১টি পদ শূন্য। মেডিক্যাল টেকনোলোজিস্ট বিসিজি ১টি পদ শূন্য, পরিসংখ্যানবিদ ১টি পদ শূন্য। ষ্টোরকিপার ১টি পদ শূন্য। স্বাস্থ্য সহকারী পরিদর্শক ২টি পদের মধ্যে ২টি পদ শুন্য। স্বাস্থ্যসহকারী ১০টি পদের মধ্যে ৩টি পদ শূন্য। জুনিয়র ম্যাকানিক ১টি পদের মধ্যে ১টি পদ শূন্য। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ২টি পদের মধ্যে ২টি পদ শূন্য। সহকারী নার্স ১টি পদের মধ্যে ১টি পদ শূন্য। হারবাল সহকারী গার্ডিনার ১টি পদ শূন্য। সিকিউরিটি গার্ড ২টি পদের মধ্যে ২টি পদ শূন্য। আয়া ২টি পদের মধ্যে ১টি পদ শূন্য। অফিস সহায়ক ৫টি পদের মধ্যে ৪টি পদ শূন্য। ড্রাইভার ১টি পদ শূণ্য। সুইপার ৫টি পদের মধ্যে ৪টি শূন্য। ওয়ার্ড বয় ৩টি পদের মধ্যে ২টি পদ শূন্য।

জনবল সংকট ও প্যাথলজিক্যাল যন্ত্রপাতির অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। প্যাথলজিক্যাল সংক্রান্ত ইন্সট্রুমেন্টগুলোও পরিচর্যার অভাবে প্রায় অকেজো।

---

একটি এম্বুলেন্স ও একটি নৌ-এ্যাম্বুলেন্স আছে হাসপাতালে। নৌ এম্বুলেন্স থাকলেও তা বিকল হয়ে পড়ে আছে দীর্ঘদিন। নৌ-এ্যাম্বুলেন্সের অভাবে মুমূর্ষ রোগীদের হাসপাতাল থেকে দ্রুত চিকিৎসা সেবা দিতে অন্য উপজেলায় বা জেলায় পাঠানো সম্ভব হচ্ছেনা। এতে ভোগান্তিতে পড়ছে সাধারন রোগীরা। দ্রুতগামী একটি নৌ-এ্যাম্বুলেন্স দাবী করছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ সাধারন মানুষ। জনবল সংকট, প্যাথলজিক্যাল যন্ত্রপাতির অভাবে ব্যাহত হচ্ছে হাসপাতালের প্রতিদিনকার কার্যক্রম। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা ছাড়া রোগী দেখছেন। জনবল সংকট ও প্যাথলজিক্যাল যন্ত্রপাতির অভাব ও বিদ্যুৎ সমস্যার কারনে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা বিচ্ছিন্ন এই উপজেলায় প্রধান সমস্যা গর্ভবতি মায়ের। এই উপজেলায় গাইনী কোন ডাক্তার না থাকায় ঝুঁকিতে থাকেন গর্ভবতী মায়েরা। বর্ষামৌসুমে মূমুর্ষ রোগীদের নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। এতে প্রায় সময় দুর্ঘটনা ঘটে।

সরজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৪৫জন। শয্যা আছে ৩১টি। অবশিষ্ট ভর্তিকৃত রোগীদের বারান্দায় চিকিৎসা দিচ্ছেন। কোথাও কোন সীট খালি না থাকায় বাধ্য হয়ে বারিন্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা। বৃষ্টি হলে রোগীরা ভিজে যায়। খুব কষ্ট করে কোন মতে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অনেক রোগী সীট না পাওয়ায় বাড়ী ফিরে যাচ্ছেন।

প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন বলেন, ডাক্তার থাকলেও সঠিক রোগ নির্নয় করার কোন প্যাথলজিক্যাল যন্ত্রপাতির ব্যাবস্থা না থাকায় প্রকৃত চিকিৎসাসেবা পাচ্ছেননা রোগীরা। ৩১ শয্যা হাসপাতালটি ৫০ শয্যায় উন্নতি হলেও এখনও চালু হয়নি নবনির্মিত হাসপাতালটি। দ্রুত হাসপাতালটি চালুর দাবী করেন তিনি।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান অনিক বলেন, আমরা হাসপাতালে প্রকৃত সেবা দেওয়ার জন্য আপ্রান চেষ্ঠা করে যাচ্ছি। তবে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা সেবা দিতে পারলে আরো ভালো হতো।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার মোঃ কবির সোহেল বলেন, আমরা আন্তরিকতার সহিত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকি। এখানে জনবল ও প্যাথলজিক্যাল যন্ত্রপাতির অভাব রয়েছে সত্যি। আমাদের প্রধান সমস্যা বিদ্যুত। দিনের বেলায় কোন বিদ্যুতের ব্যাবস্থা না থাকায় আমরা কোন রোগীদের পরীক্ষা-নিরিক্ষা করে চিকিৎসা সেবা দিতে পারছিনা। বিদ্যুতের সমস্যা সমাধান এবং ডাক্তার, নার্স ও জনবল সংকট সমাধান করতে পারলেই আমরা ভালো চিকিৎসা দিতে পারবো। রাতে ১টার পরে হাসপাতালে কোন বিদ্যুত থাকেনা।

তিনি আরো বলেন, ৫০ শয্যায় উন্নীত হাসপাতালটি ২০১৮ সালে প্রশাসনিক অনুমোদন পেয়েছেন। এখনও আর্থিক অনুমোদন পাননি। এই জন্য হাসপাতালটি চালু করতে পারিনি। আমি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি’র সাথে এই বিষয় কথা বলেছি। তিনি হাসপাতালটি চালুর বিষয় চেষ্ঠা করে যাচ্ছেন।

মনপুরা দ্বীপের দেড়লক্ষাধিক মানুষের প্রানের দাবী সরকার চিকিৎসা সেবা মানুষের দোড় গোড়ায় পৌছানোর জন্য প্রয়োজনীয় প্যাথলজিক্যাল যন্ত্রপাতি, জনবল সংকট ও বিদ্যুৎ সমস্যা সমাধান করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ০:০৫:২৯   ২৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান
মেঘনার ভাঙনে প্রতিদিনই বিলীন হচ্ছে বসতঘর-ফসলি জমি
যক্ষ্মা রোগ সম্পর্কে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাটাব ভোলা শাখার উদ্যোগে ইমামদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
টানা বর্ষণে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে ভোলার মানুষ
ভোলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. পালিত
ভোলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভোলা সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
ভোলায় কোস্টগার্ডের অভিযানে সন্ত্রাসী মিজান বাহিনীর প্রধান মিজানসহ ৭ সন্ত্রাসী আটক
বৈরী আবহাওয়া কারণে টানা ১৫ ঘণ্টা অন্ধকারে ছিল ভোলা
চরফ্যাশনে অনুমোদনহীন বেসরকারী ক্লিনিক, চিকিৎসাসেবায় অনিরাপদ রোগীদের জীবন
বঙ্গোপসাগর মোহনায় মনপুরার ৪ ট্রলার ডুবি, নিখোঁজ ১৫ জেলে উদ্ধার



আর্কাইভ