স্টাফ রির্পোটার॥
ভোলা সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন কর্তৃক মৎস্য অফিসারকে গালিগালাজ, চাঁদাবাজি, অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে ভোলা প্রেসক্লাব চত্বরে ভোলাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করে। এ সময় তারা চাঁদাবাজ দক্ষিণ দিঘলদী ইউপি চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনের বিচার দাবি করেন।
মানববন্ধনে বক্তারা ইউপি চেয়ারম্যান স্বপনের বিরুদ্ধে ভূমিদস্যুতা, চাঁদাবাজি, লুটতরাজসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ তোলেন। এ সময় বক্তব্য রাখেন, ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম নকীব। মানববন্ধনে ভোলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জহুরুল ইসলাম নকীব বলেন, দক্ষিণ দিঘলদী চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন তার এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে। দক্ষিণ দিঘলদী ইউনিয়নে হকার, রিকশা, অটো ড্রাইভার, মাইক্রোচালকসহ কেউ তার হাত থেকে নিরাপদ নয়। সে ভোলার বাঘমারা শত শত একর জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোগ করছে। তার ভয়ে জমির মালিকরা সেখানে যেতে সাহস পাচ্ছে না। জমির প্রকৃত মালিকদেরকে ভয়ভীতি ও হুমকি দেয় এই স্বপন চেয়ারম্যান। দৌলতখান, বোরহানউদ্দিন থেকে ভোলাগামী ট্রাক বোঝাই মাছ ও অন্যান্য পণ্য থেকে নিয়মিত চাঁদা আদায় করেন। তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেন। যার কারণে দক্ষিণ দিঘলদী ও গঙ্গাপুর ইউনিয়নের হাজার হাজার মানুষ নদী ভাঙ্গণের কারণে ভিটেমাটি হারিয়ে উদ্ভাস্তুতে পরিণত হয়েছেন। স্বপন চেয়ারম্যানের নৈতিক চরিত্র এতটাই ল¤পটপূর্ণ যার কারণে এলাকার আশেপাশের কিশোরী বালিকা স্কুল কলেজগামী মেয়েরা নিরাপদ নন। ২০১১ সালে ইউপি চেয়ারম্যান হওয়ার পর থেকে এলাকায় চাঁদাবাজী, লুটপাট, সন্ত্রাস ও অবৈধ কার্যক্রম চালিয়ে আসছে।
তিনি বলেন, গত কয়েকদিন আগে স্বপন চেয়ারম্যানের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেওয়ায় সদর উপজেলা মৎস্য কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। যা স্যোসাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। একজন সরকারী কর্মকর্তার সাথে যদি এরকম অশোভন আচরণ করতে পারে তাহলে সাধারণ মানুষের সাথে কেমন আচরণ করে। ওই ইউনিয়নের সাধারণ মানুষ তার ভয়ে আতঙ্কে মধ্যে থাকে। এই মানববন্ধন থেকে স্বপন চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১:৪১:১৬ ৪১৮ বার পঠিত