পূর্ব শত্রুতার জেরধরে রাতের আধারে পানের বরজ কর্তন

প্রচ্ছদ » অপরাধ » পূর্ব শত্রুতার জেরধরে রাতের আধারে পানের বরজ কর্তন
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা সদর উপজেলাধীন রাজাপুর ইউনিয়নে বানিয়ারচর এলাকা পূর্ব শত্রুতা জেরধরে রাতের আঁধারে পানের বরজ কর্তন। লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি বলে অভিযোগ করেন ভুক্তভোগী পানের বরজ মালিকরা। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতের অন্ধকারে পানের বরজ নষ্ট করার ঘটনা ঘটেছে।

তথ্য সূত্রে জানা যায়, পানের বরজের মালিক মোঃ হারুন, আলী হোসেন, মনির চৌকিদার, শাহ আলম করাতি, সাগর, জসিম গংদের সাথে দীর্ঘদিন ধরে আবু তাহের, জামাল, বাবুল, আজিজুল গংদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এই বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে আবু তাহের তার সহযোগী জামাল, বাবুল, আজিজুল পানে বরজ মালিকদেরকে বাজারে হুমকি দেন। আবু তাহের গংরা পানের বরজ ভাংচুর ও মামলা হয়রানী করাসহ বিভিন্নভাবে হুমকি দেয় হারুন, আলী হোসেন গংদের। শনিবার সকালে পানের বরজে গিয়ে হারুন গংরা দেখতে পান তাদের পানের বরজ কর্তন করে ফেলা হয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে জানা তারা।

হারুন, আলী হোসেন গংরা বলেন, আমরা বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে এই পানের বরজ করেছি। আমাদের সব শেষ হয়ে গেছে। আমরা এর ক্ষতিপূরণ চাই।

এ বিষয় স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে যোগাযোগ করলে তারা জানান, জমি জমা নিয়ে বিরোধ থাকতে পারে। কিন্তু এ ধরণের কাজ করা উচিৎ হয়নি।

এ বিষয় অভিযুক্ত মোঃ আবু তাহের গংদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা সাংবাদিকদের সাথে কোন রকম কথা বলতে নারাজ। স্থানীয় ওয়ার্ড মেম্বারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১:৩৫:৪৩   ১০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভেদুরিয়ায় ১৪ মাস ধরে জেলে নিখোঁজ, স্ত্রীর ধারণা গুম
ভোলার উত্তর দিঘলদি জমিজমা বিরোধের জেরধরে পিটিয়ে রক্তাক্ত জখম আহত-৪
ভোলায় হত্যাচেষ্টা মামলায় ৪ জনকে কারাদন্ড
ইলিশা লঞ্চঘাটে সাড়ে চার হাজার ইয়াবাসহ আটক-১
লালমোহনে বাসের চাপায় শিশুসহ নিহত ২
রাজাপুরে ছুরিকাঘাতে যুবককে হত্যা
আলীনগরে লাউগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
বোরহানউদ্দিনে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কাটায় ৬জন আটক
লালমোহনে ছাত্রলীগ নেতার বাসায় ‘বোমা বানাতে গিয়ে’ বিস্ফোরণে ‘কারিগর’ নিহত
মনপুরায় এক রাতে কৃষকের ১৩ গরু চুরি

আর্কাইভ