ভোলায় শ্রেষ্ঠ নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম

প্রচ্ছদ » জেলা » ভোলায় শ্রেষ্ঠ নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩



---

ছোটন সাহা॥

ভোলা প্রাথমিক শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ উপলক্ষে জেলা পর্যায়ের ক্যাটাগরিতে তাকে এ পদক দেওয়া হয়। তৌহিদুল ইসলাম ভোলা সদরের যোগদানের পর থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পাল করে আসছেন।

তিনি ২০২২ সালের ২৭ জানুয়ারি ভোলা সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এরপর থেকে তিনি ভোলা সদরের প্রাথমিক শিক্ষার মানন্নোয়নে বিশেষ ভূমিকা পালন করেন।

শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা, পাঠ দানের মনিটরিং, শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করা, ম্যানেজমেন্ট বিষয় দেখভাল করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষক, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এমনকি শ্রেণিকক্ষে পাঠদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ভোলা কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি নজরুল্লাহ সরকারি প্রাথমিক স্কুলের সভাপতির দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছেন। অন্যদিকে শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

ভোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামের এমন পদকে খুশি বিভিন্ন মহল। তাদের প্রশংসায় ভাসছেন তিনি। তার এ অর্জনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবকসহ সুশীল সমাজের মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে আরও যারা পদক পেয়েছেন, তারা হলেন মনপুরা উপজেলা চেয়ারম্যান সেলিনা রহমান চৌধুরী, ভোলা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, শ্রেষ্ঠ স্কুল বোরহানউদ্দিন উপজেলার উত্তর টবগী সরকারি প্রাথমিক স্কুল, শ্রেষ্ঠ ব্যবস্থাপনা কমিটির সভাপতি চরফ্যাশন নর্থ মাদ্রাজ কো-এন্ড সরকারি প্রাথমিক স্কুলের আহাম্মদ উল্যাহ, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন, লালমোহন রমাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আফছার উদ্দিন আহমেদ, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হলেন ভোলা সদরের পারাণগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের পাপিয়া হক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন পশ্চিম ভোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চন্দ্র শেখর ব্রক্ষ্মচারী ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হলেন, দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিবি ফাহিমা এবং শ্রেষ্ঠ পিটিআই ইন্সপেক্টর হয়েছেন পিটিআইর সুপারিনটেনডেন্ট মো. জিয়াউর রহমান।

বাংলাদেশ সময়: ২১:১০:১৮   ১৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় উৎসবমুখর পরিবেশে মনোনয়নন পত্র জমা দিলেন ২০প্রার্থী
ভোলা-১ আসনে আ’লীগ থেকে মনোনয়নপত্র দাখিল করলেন তোফায়েল আহমেদ
ভোলা-৩ আসনে ৪র্থ বার নৌকার মনোনয়ন জমা দিলেন এমপি শাওন
ভেদুরিয়ায় ১৪ মাস ধরে জেলে নিখোঁজ, স্ত্রীর ধারণা গুম
ভোলায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত তোফায়েল আহমেদ
তফসিল বাতিল ও হরতালের সমর্থনে ভোলায় বিএনপির মশাল মিছিল
মহাতাবু জলসার মধ্য দিয়ে ভোলায় শেষ হলো তিনটি কাব স্কাউট বেসিক কোর্স
ভোলায় অলটারনেটিভ লার্নিং প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত
ভোলায় হত্যাচেষ্টা মামলায় ৪ জনকে কারাদন্ড
দৌলতখানে চাকরি দেওয়ার নামে কোটি টাকা আত্মসাৎ করলেন অধ্যক্ষ

আর্কাইভ