
আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলার ইলিশায় মেঘনা নদীতে কোস্টগার্ডের অভিযানে ১৫ লক্ষ ১০ হাজার মিটার ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট ইলিশা কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার এম এ মুজতবার নেতৃত্বে মেঘনা নদীর ভাংতির খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধ জাল ব্যবহারকারী সর্বমোট ২২টি ফিশিং বোট তল্লাশী করে ১৫,১০,০০০মিটার ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫,২৮,৫০,০০০/০০ (পাঁচ কোটি আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার)। তবে কারেন্ট জাল ব্যবহাকারীরা কোস্টগার্ড এর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল হকের সাথে সমন্বয় করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বাংলাদেশ সময়: ২১:০৯:২০ ১২১ বার পঠিত