
লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহনে গত কয়েকদিন যাবত থেমে থেমে বৃষ্টি চলছে। এরই মধ্যে বৃহস্পতিবার বৃষ্টিস্নাত দুপুরে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি কার্যকর করতে লালমোহন বাজার মনিটরিংয়ে নামেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট ইমরান মাহমুদ ডালিম।
এদিন পৌরশহরের উত্তর বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে নির্ধারিত মূল্য তালিকা দোকানে সাঁটানো না থাকায় ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ৬ দোকানী কে ৬ হাজার টাকা অর্থদণ্ড করেন তিনি।
সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট ইমরান মাহমুদ ডালিম বলেন, পাইকারি ও খুচরা বাজারে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আলু, পেঁয়াজ ও ডিম নির্ধারিত মূল্যে বিক্রি করা হচ্ছে কিনা তা মনিটরিংয়ের পাশাপাশি, নির্দেশনা মানতে সকল ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১:০০:৫৭ ১৮২ বার পঠিত