
স্টাফ রিপোর্টার।।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ ও হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর আয়োজনে ভোলায় তিন দিন ব্যাপি শিশু সাংবাদিক কর্মশালা শুরু হয়েছে। ভোলা পৌরসভা মিলনায়তনে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) কর্মশালার উদ্বোধন করেন ভোলা পৌরসভার মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির। উদ্বোধনী বক্তব্যে মেয়র বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। এ শিশুরাই একদিন এদেশের নেতৃত্ব দেবে। তাই শিশুর মেধা বিকাশে আমাদের সকলের আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কাজে মনোনিবেশের আহবান জানান।
হ্যালো’র জেলা তত্বাবধায়ক সিনিয়র সাংবাদিক আহাদ চৌধুরী তুহিনের সভাপতিত্বে দৃষ্টি আমার দিগন্তে শ্লোগান নিয়ে কর্মশালায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি দৈনিক আজকের ভোলা’র সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, কাউন্সিলর মাইনুল ইসলাম, শামিম, শাহে আলম প্রমুখ।
কর্মশালায় জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০ ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে রয়েছেন ইউনিসেফের ফ্যাসিলেটেটর নাজনিন পাপ্পু, কো-ফ্যসিলেটেটর চন্দন লাহীড়ি, বিডিনিউজের মাল্টিমিডিয়া প্রডিউসার আল হাসান রাকিব।
বাংলাদেশ সময়: ২:২৯:২০ ২০৬ বার পঠিত