প্রতারক মাহে আলমের শাস্তি দাবি ॥ সংবাদ সম্মেলনে প্রতারণার শিকার ভুক্তভোগীরা

প্রচ্ছদ » অপরাধ » প্রতারক মাহে আলমের শাস্তি দাবি ॥ সংবাদ সম্মেলনে প্রতারণার শিকার ভুক্তভোগীরা
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩



আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় প্রতারণার মামলায় গ্রেপ্তার মাহে আলম ওরফে নসুর শাস্তির দাবি জানিয়েছেন প্রতারণার শিকার ব্যক্তিরা। একই সাথে জোরবপূর্ব দখল করে নেয়া জমিও ফেরত চেয়েছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগিরা এসব দাবি জানান। মাহে আলম ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাম পরিচয় দিয়ে প্রতারণার দায়ে গ্রেপ্তর হয়ে জেল হাজতে আছেন।

ক্ষতিগ্রস্থদের পক্ষে মো. নাগর হাওলাদার লিখিত বক্তব্যে বলেন, ভোলা জজ শীপের সাবেক পেশকার মাহে আলম ওরফে নসু চরফ্যাসন উপজেলার হাজারিগঞ্জ মৌজার এস এ ১৪৪, ৫০২ ও৭৬৮নং খতিয়ানের ২০ একর জমি ভুয়া ও জাল জালিয়াতির কাগজপত্রের মাধ্যমে আত্মসাতের চেষ্টা চালায়।

মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে প্রায় এক একর জমি জবর দখল করে নেন মাহে আলম। ১৯৫২ সালে খরিদ সূত্রে তারা এই জমির মালিক দখলদার হন। কিন্তু মাহে আলম ১৯৯২-৯৩ সালের ভুয়া ও জাল কাগজ তৈরী করে ওইসব জমির মালিকানা দাবি করছেন এবং তাদের নানাভাবে হয়রানী করছেন। সংবাদ সম্মেলণে আরও উপস্থিত ছিলেন প্রত্যারণার শিকার মো. মহিউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও রিয়াজ। এদের সবার বাড়ি চরফ্যাসন উপজেলার হাজারিগঞ্জে। চরফ্যাসনের বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে আরও প্রত্যারণার অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাহে আলম ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেজে মোবাইল ফোনে নিজের পক্ষে অ্যাটর্নি জেনারেলে কার্যালয়ে তদবির করেন। এ ঘটনায় মামলার ধার্য তারিখ গত ২৩ আগস্ট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামিনকে নথিসহ স্বশরীরে হাজির হওয়ার আদেশ দেন। পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসক ডেঙ্গুজ্বরে আক্রান্ত মর্মে ভুয়া কাগজপত্র তৈরি করে আদালতে দাখিল করেন। বিষয়টি জানার পর জেলা প্রশসকের কার্যালয়ের নাজির নাঈমুল হাসান বাদী হয়ে মামলা করলে পুলিশ ৩ সেপ্টেম্বর মাহেল আলমসহ ২জনকে গ্রেফতার করে। ওই ঘটনায় তাকে ১৪ সেপ্টেম্বর ২ দিনের রিমান্ডে নেয় পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমুল হাসান জানান, রিমান্ড শেষে তাকে আরও জেল হাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহে আলম জেলা জজশীপে চাকুরী করতেন। দুর্নীতির দায়ে সেখান থেকে চাকুরী যাওয়ার পর তিনি প্রশাসনের বড় কর্মকর্তা, বিচারক, কখনও এমপি-মন্ত্রীদের আত্মীয় পরিচয়ে বিভিন্ন দপ্তরে তদবীর ও প্রত্যারণা করার অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১:৩৭:০১   ২৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ইলিশায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতঘর নির্মাণের অভিযোগ ॥ জমি বিক্রি করে দলিল দিতে তালবাহানা
বাপ্তায় জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষকে কুপিয়ে জখম
ব্যবসা প্রতিষ্ঠান ও বাসভবনে হামলা-ভাংচুর অগ্নিসংযোগ
স্বামীকে মাতাব্বরের অপমান, সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যা
ভোলায় কোস্টগার্ডের অভিযানে সন্ত্রাসী মিজান বাহিনীর প্রধান মিজানসহ ৭ সন্ত্রাসী আটক
লালমোহনে চাঁদাবাজি কালে গ্রেফতার ৬
চরফ্যাশনে ডিলার নিয়োগ ॥ আবেদন ফির নামে টাকা আদায়ের অভিযোগ
ভেলুমিয়ায় অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল করে ধান রোপণ
দ.দিঘলদীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হাওলাদারের অব্যহতি ও বিচারের দাবিতে মানববন্ধন
চরফ্যাশনে ইমামের কাছ থেকে ভূমি উপ-সহকারীর অতিরিক্ত টাকা আদায়



আর্কাইভ