
আন্তর্জাতিক ডেস্ক।।
লিবিয়ায় বন্যায় মৃত্যুর সংখ্যা সংশোধন করেছে জাতিসংঘ। এতে প্রাণহানি আগের তুলনায় অনেক কমেছে। মানবিক বিষয়ক সমন্বয়ের জন্য জাতিসংঘের অফিস (ওসিএইচএ) থেকে রোববার সকালে হালনাগাদ করা সংশোধিত প্রতিবেদন অনুসারে বন্যায় অন্তত ৩ হাজার ৯৫৮ জন মারা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সংশোধিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৯ হাজারের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে।
শনিবারের প্রাথমিক প্রতিবেদনে ওসিএইচএ বলেছিল, বিধ্বংসী বন্যার কারণে লিবিয়ার দেরনায় অন্তত ১১ হাজার ৩০০ লোক মারা গেছে।
জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক সিএনএনকে বলেছেন, ‘আমরা ডব্লিউএইচওর যাচাইকৃত পরিসংখ্যান নিয়ে যাচ্ছি।’
কীভাবে বা কেন জাতিসংঘ মৃতের সংখ্যা ভুলভাবে উদ্ধৃত করেছে জানতে চাইলে ফারহান বলেন, ‘বিভিন্ন ট্র্যাজেডিতে আমরা আমাদের সংখ্যা সংশোধন করি। এখানেও তাই হচ্ছে। স্ট্যান্ডার্ড পদ্ধতি হলো আমরা নিশ্চিত করার চেষ্টা করি, আমাদের সংখ্যা ক্রস চেক করা হয়েছে। এ জন্য বিভিন্ন পক্ষের সঙ্গে কাজ করি আমরা। উপমুখপাত্র বলেন, মৃতের সংখ্যা স্থির নয়।
বাংলাদেশ সময়: ১২:২২:৫৩ ১৬ বার পঠিত