বিশেষ অলিম্পিকে বিজয়ী ভোলার ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রচ্ছদ » খেলা » বিশেষ অলিম্পিকে বিজয়ী ভোলার ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩



---

স্টাফ রিপোর্টার ॥

জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকে স্বর্ণ ও রৌপ্যপদক জয়ী ভোলা’স চিলড্রেন স্পেশাল স্কুলের বিজয়ী পাঁচ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে স্কুল কর্তৃপক্ষ স্কুলের সভা কক্ষে এ সংবর্ধনা আয়োজন করে।

স্বর্ণ ও রৌপ্যপদক জয়ী শিক্ষার্থীরা সবাই বাক ও শ্রবণ প্রতিবন্ধী। আন্তর্জাতিক পর্যায়ের বিশেষ অলিম্পিকের মতো বড় আসরে বিদেশের মাটিতে এবারই প্রথম এমন বড় অর্জন। আর এতেই খুশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান। সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভোলা জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, বিসিইউকে এর ট্রেজারার ইংল্যান্ডের নাগরিক আলেকজান্ডার সেন্ডি এনসন, ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পারভিন আখতার।

স্বাগত ভাষণ দেন, দৈনিক আজকের ভোলা সম্পাদক ও ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বর্তমান কোষাধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন।

ধন্যবাদ জ্ঞাপন করেন, স্কুলের পরিচালক মো. জাকিরুল হক। অনুষ্ঠান উপস্থাপনা করেন, ট্রাস্টি মু. আবু তাহের।

অনুষ্ঠানে ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নেন।

জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, শিক্ষার্থীদের এ গৌরব শুধু ভোলার নয়, এটি সারাদেশের। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এভাবে যেন সফলতার মাধ্যমে এগিয়ে যেতে পারে, সেজন্য সব ধরনের সহযোগিতা করা হবে।

জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান বলেন, এই প্রতিষ্ঠানে এসে আমি অত্যান্ত সন্তুষ্ট। বিশেষ করে এখানকার শিক্ষার্থীদের পারর্ফামেন্স আমাকে মুগ্ধ করেছে। এই প্রতিষ্ঠানের সার্বিক আমার সাধ্যানুযায়ী প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এ বছরের ১৭ জুলাই জার্মানি বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক প্রতিযোগিতায় বিশ্বের শতাধিক দেশ থেকে সাত হাজারের বেশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অংশ নেয়। যাদের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন ইভেন্টে অংশ নেয় ১১৫ জন। এর মধ্যে ভোলা থেকে পাঁচজন অংশ নিয়ে পাঁচজনই স্বর্ণ ও রৌপ্যপদক পেয়েছে।

এর মধ্যে ২০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জয় করেছে বিপ্লব, ১০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জয় করেছে সিনথিয়া, ২০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্যপদক জয় করেছে জয়ী তানজুম এবং ফুটবলে স্বর্ণপদক জয় করেছে আঁখি ও আচিয়া।

আলোচনা সভা শেষে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৫৯   ৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


বিশেষ অলিম্পিকে বিজয়ী ভোলার ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
স্বর্ণ ও রৌপ্য পদকজয়ী ভোলা’স চিলড্রেন প্রতিবন্ধী স্কুলের ছাত্রছাত্রীদের সংবর্ধনা আজ
কিশোর-কিশোরীদের খেলামুখী করছে লালমোহনে উজ্জল স্মৃতি ফুটবল একাডেমি
সাকিবকে হারিয়ে চাপে বাংলাদেশ
বিশ্ব যুব জুজুৎসু চ্যাম্পিয়নশীপে ৩য় স্থান অর্জন করেছে ভোলার তাহসিম তানহা
রিজওয়ানের আক্ষেপ, ফিফটি তুলে নিয়েছেন বাবর
দুই দলের শক্তি-দুর্বলতা একই রকম: সাকিব
‘আমরা ঘরের মাঠে খেলছি’, হুঙ্কার শানাকার
দোয়া চেয়ে বিজয় বললেন, ‘সেরাটা দেবো’
আলোচনায় না থেকেও এশিয়া কাপে বিজয়, যা বললেন সাকিব

আর্কাইভ