সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

ভোলায় পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

প্রচ্ছদ » আইন ও আদালত » ভোলায় পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩



---

সাহাদাত শাহিন ॥

বিচারকার্য গতিশীল করার লক্ষ্যে ভোলায় পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) জেলা ও দায়রা জজ আদালত ভোলার সম্মেলন কক্ষে ভোলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক এর সভাপতিত্বে এই পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান, জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামীন, মোঃ সাইফুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ বায়জিদ রায়হান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নাসির উদ্দিন, ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইফতারুল হাসান শরীফ, অতিরিক্ত পিপি সোয়েব হোসেন মামুন, ভোলা জেলা কারাগারের জেলার দেওয়ান মোঃ তারিকুল ইসলাম, ভোলা সদর মডেল থানার ওসি মোঃ শাহীন ফকির, ডিবির ওসি মোঃ এনায়েত হোসেন, কোর্ট পুলিশ পরিদর্শক শামসুল আরেফীন, বোরহানউদ্দিন থানার ওসি মনির হোসেন মিয়া, দৌলতখান থানার ওসি সত্য রঞ্জন খাসকেল, লালমোহন থানার ওসি মোঃ

মাহবুবুর, চরফ্যাশন থানার ওসি মোঃ সাইফুল ইসলাম, তজুমদ্দিন থানার ওসি মোঃ মাকসুদুর রহমান মুরাদ, শশীভূষণ থানার ওসি ম. এনামুল হক, দক্ষিণ আইচা থানার ওসি মোঃ শাখাওয়াত হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক মোঃ আবদুর রব প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স পুলিশসহ অংশীদারি সব প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটদের সেতুবন্ধ সৃষ্টি করে। এর মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার পথে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর হবে। বিচার বিভাগের সব অংশীদারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে।

বাংলাদেশ সময়: ২২:৩৯:০০   ৭০ বার পঠিত