আজকের ভোলা রিপোর্ট ॥
আগামী জাতীয় সংসদ দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে ভোলায় আওয়ামী লীগের নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি গঠন শুরু হয়েছে। শনিবার (১৬ই সেপ্টেম্বর) সকাল ১১টায় সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পূর্ব ইলিশা ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভোলা পূর্ব ইলিশা ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাওয়ার্দী মাস্টারের সভাপতিত্বে এসময় এসব সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদারসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন বলেন, আসন্ন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে আমাদের সকল নেতাকর্মীদের একতাবদ্ধ হয়ে আবারও দেশনেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বহাল রাখতে হবে।আজকে সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কমিটি গঠন করা হলো। সকল নেতা-কর্মীরা ভোটারদের সুবিধা-অসুবিধাগুলো দেখতে হবে। কেন্দ্রের নিরাপত্তায় কাজ করতে হবে। সাধারণ ভোটারদের ভোট প্রদানে সহায়তা করতে হবে। তারা কোনো বিষয় না বুঝলে তাদেরকে বুঝিয়ে ভোট দেয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়াও তিনি দলীয় সাংগঠনিক আরো বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের সামনে বক্তব্য রাখেন।
এর আগে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি গঠন করা হয়।সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন এই কমিটি গঠনের উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন,জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শামসুল ইসলাম, ভোলা পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিবুল্লাহ নাজু, সাধারণ সম্পাদক নেওয়াজ শরীফ পলাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ।
এছাড়াও ওই ইউনিয়নের চেয়ারম্যান, জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ও এসময় উপস্থিত ছিলেন।
প্রথম দিনে পূর্ব ইলিশা ইউনিয়নের মোট ৭ টি নির্বাচনী কেন্দ্রের কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রগুলো হলোঃ মৌলভীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়,গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়, মুরাদ ছবুল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষ), মুরাদ ছবুল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় (মহিলা), বাঘার হাওলা নেছারিয়া দাখিল মাদ্রাসা, চর আনন্দ পার্ট-৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর চর আনন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়।এই কেন্দ্র কমিটিগুলো স্ব-স্ব কেন্দ্রের ভোটারের উপর নির্ভর করে ১০০- ২০০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
জানা যায়, পর্যায়ক্রমে সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ১১৯টি নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি গঠন করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৩৭:১১ ২২২ বার পঠিত