
স্টাফ রিপোর্টার ॥
ভোলার সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে বিপুল পরিমান ইয়াবাসহ মোঃ হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ১৯৫০ পিচ ইয়াবাসহ তাকে আটক করে ইলিশা ফাঁড়ি পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী হোসেন লক্ষীপুর জেলার রামগতি থানার বাসিন্দা।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রবীন্দ্র নাথ সিংহ, এমসআই রিপন খানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ইলিশা-লক্ষ্মীফুর লঞ্চঘাটের পল্টনের উপর মোঃ হোসেনকে সন্দেহজনক তল্লাশি চালাই। এসময় তার কাছ থেকে ১৯৫০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, ভোলা জেলাকে মাদক মুক্ত রাখতে জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামানের দিকনির্দেশনায় ও ভোলা সদর থানার ওসি শাহীন ফকির এর তত্ত্বাবধানে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২২:৩৫:২১ ৬২ বার পঠিত