আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলায় প্রায় সাড়ে ছয় কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার খেয়াঘাট এলাকায় একটি মিনি ট্রাক থেকে এসব জাল জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট এম হাসান মেহেদী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে ১৮ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ছয় কোটি ৩০ লাখ টাকা। এসময় ট্রাকটি জব্দ করা হয় এবং গাড়িটির চালক ও সহকারীকে আটক করা হয়।
পরে জব্দকৃত জাল ভোলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলামের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটককৃতদের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১:১৯:১২ ১৮২ বার পঠিত