
স্টাফ রিপোর্টার ॥
ভোলায় জমিজমা কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা আহত হয়েছে। বুধবার বিকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ৮নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
আহত জাহিদ ওই এলাকার বজলুর রহমানের ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। হাসপাতালে চিকিৎসাধীন জাহিদ জানান, আমাদের একই বাড়ীর মোসলে উদ্দিন ও ইমরান গংদের সাথে দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। ওই জমিতে আমাদের নারিকেল গাছের, নারিকেল মাটিতে পড়লে আমার মা নারিকেল নিতে গেলে মোসলেম উদ্দিন এসে গালমন্দ করেন। এ সময় আমি মোসলেম কে গালমন্দ কেনো করলো জিজ্ঞেস করতে গেলে, কিছু না বুঝার আগেই রড দিয়ে আমাকে আঘাত করে। আমি হাত দিয়ে ঠেকাতে গেলে হাত কেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করে ভোলা হাসপাতালে ভর্তি করিয়েছে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তসাপেক্ষে হামলাকারীদের শাস্তির দাবী জানিয়েছে আহত সাবেক ছাত্রলীগ নেতা ও তার পরিবার।
এ বিষয়ে অভিযুক্ত মোসলেম উদ্দিন ও ইমরানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১:১৮:১৬ ৪৬ বার পঠিত