
আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলার দৌলতখানের নেয়ামতপুর চরের ভূমি মালিকদের সমন্বয়ে ‘নেয়ামতপুর ভূমি মালিক ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। প্রকৃত মালিকদের মাঝে জমির সুষ্ঠু বন্টন করা ও শান্তিপূর্ণভাবে চর পরিচালনার লক্ষ্যে কমিটি গঠন করা উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নেয়ামতপুর ভূমির মালিক ব্যবস্থাপনা কমিটি ও স্থায়ী কার্যালয়ের অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, মোঃ মহিউদ্দিন আহম্মেদ। আলোচনা সভায় অন্যান্য চর মালিকগণ উপস্থিত ছিলেন।
সভায় সকল সদস্যদের সম্মতিক্রমে মোঃ মুশফিকুর রহমান (নুর ইমাম)কে সভাপতি ও মোঃ শেখ মামুনকে সাধারণ সম্পাদক করে ৯১ বিশিষ্ট নেয়ামতপুর ভূমি মালিক ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করা হয়।
কমিটির উপদেষ্টাগণ হচ্ছেন, ফজলু কাদের মঞ্জু মোল্লাহ, মাহাবুবুর রহমান হিরণ, মোঃ মোতাছিন বিল্লাহ, আলহাজ্ব ফেরদাউস আহম্মেদ, ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, জাকির তালুকদার।
কমিটির অন্যান্যরা হচ্ছেন, মহিউদ্দিন আহম্মেদ, সেলিম জিলাদার, মেম্বার দুলাল পাটওয়ারী সহ-সভাপতি, তুহিন মোল্লা, জুলফিকার আলী ভুট্টু, শহিদুল ইসলাম গুড়া সহকারী সাধারণ সম্পাদক, শাখওয়াত হোসেন, হারুন পাটওয়ারী যুগ্ম সাধারণ সম্পাদক, জসিম খালাশী, কামাল উদ্দিন কোষাধ্যক্ষ, নাজিমবুল্লাহ নাজু, মোঃ মহসিন, বিপ্লব গড়ামি, মোঃ হুমায়ুন কবির, মোঃ মাকসুদ, আবু তাহের, মোহাম্মদ মাহাফুজ মিয়া মুক্তিযোদ্ধা, জাকির হোসেন তালুকদার, নাছির দালাল, মোঃ ইকবাল, মোঃ জসিম, মোঃ মাকসুদ, মোঃ লালমিয়া, মোঃ হোসেন, তরিকুল ইসলাম, আবদুল আলী চৌকিদার, ইব্রাহিম মেম্বার, মোঃ আলমগীর ফকির, মোঃ ছাইফুল ইসলাম, জসিম উদ্দিন, আবদুল বারেক ব্যাপারী, সুখরঞ্জন দেবনাথ, আবদুর রব পাটওয়ারী, নিমাই দেবনাথ, ফারুক আখন, টুটুল হালওদার, আবদুল আহাদ, মহসিন আলম, হাসান কবির, মহসিন, কবির তালুকদার সদস্য।

আগামী দিনে সকল সদস্যগণ ঐক্যবদ্ধ হয়ে নেয়ামতপুর ভূমির ব্যবস্থাপনা ও পরিচালনা সঠিকভাবে পালন করার অঙ্গীকার করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৌলতখান উপজেলার ঐতিহ্যবাহী নেয়ামতপুর ইউনিয়নটি মেঘনার ভয়াল ভাঙনে বিলিন হয়ে যায়। চরটি পুনরায় জেগে উঠে। এই চরের প্রকৃত মালিকরা যাতে তাদের ভূমি বুজে পেতে পারে সে জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে ২০০৯ সালে প্রথমে কমিটি গঠন করি। সেই কমিটি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছে। ওই কমিটি ২০২৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করায় কমিটির একাউন্টে অনেক টাকা জমা হয়েছে। কিন্তু পূর্বে কমিটি জমির মালিকদেরকে কোন হিসাব দেয়নি। আমরা পূর্বের কমিটির কাছ থেকে সকল হিসাব বুঝে পেতে চাই এবং আমরা যারা জমির মালিক আছি তাদেরকে ন্যায্য হিসাব বুজিয়ে দেওয়ার দাবী জানাচ্ছি। নবগঠিত কমিটির মাধ্যমে আগামী দিনে নেয়ামতপুর চরকে সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে ভূমির প্রকৃত মালিকদেরকে তাদের ন্যায্য অধিকার দেওয়া হবে। এ জন্য সকল ভূমি মালিক ও কমিটির সদস্যদেরকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
বাংলাদেশ সময়: ১৫:০১:৩২ ১২৮ বার পঠিত