বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪

লালমোহনে খালেদা জিয়ার কারামুক্তি দিবসে দোয়া

প্রচ্ছদ » তজুমদ্দিন » লালমোহনে খালেদা জিয়ার কারামুক্তি দিবসে দোয়া
বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১১ই সেপ্টেম্বর ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষে লালমোহন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ শহিদুল ইসলাম হাওলাদার এর উদ্যোগে মঙ্গলবার আছর বাদ লালমোহনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে দেশমাতা খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্যসহ রোগমুক্তি কামনা এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ আন্দোলন সংগ্রামে মৃত্যুবরণকারী নেতৃবৃন্দের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মওলানা মোঃ রাসেল।

দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন লালমোহন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জাকির হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, যুগ্ম আহবায়ক মোঃ মাহাবুবুর রহমান, মোঃ সবুজ, বদরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ পারভেজ, মোঃ আব্বাস ডিলার, মোঃ রাজ্জাক, রমাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ রাসেদ, কাউম, পশ্চিম চরউমেদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ শাহিন মন গাজী, লর্ডহার্ডিঞ্জ চরভূতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ শাহিন, এমদাদ, কালমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা রাব্বি, রানা, মোঃ শাহাবুদ্দিন, লালমোহন উপজেলা ছাত্রদল নেতা রায়হান, শিহাব, জুয়েল প্রমুখ।

বাংলাদেশ সময়: ৩:১৩:১৬   ১৯৯ বার পঠিত