
আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলায় দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসেসিয়েশন এর সদস্য ভিডিও জার্নালিস্ট মোহাম্মদ রানা ইসলামের বড় ছেলে মোহাম্মদ আলিফ (৩+) ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর তিনটায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।
শিশু আলিফ কয়েকদিন যাবত প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। এরপর শিশুটিকে ৯ সেপ্টেম্বর শনিবার ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল সেবাচিমে রেফার করেন। মুহূর্তের মধ্যে পরিবারের লোকজন তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কঔেৎ হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানেও তার অবস্থার আরো অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেফার করেন। সোমবার শিশু আলিফকে ঢাকা নেয়ার প্রস্তুতি নিলে দুপুর তিনটার দিকে বরিশাল সেবাচিমেই তার মৃত্যু হয়।
আলিফের বাবা মোঃ রানা জানান, ভাইরাসজনিত দুরাগ্য রোগে আক্রান্ত হয়ে ক্রমশ তার সন্তান আলিফ অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে আক্রান্ত বিষাক্ত ভাইরাস পুরো মস্তিষ্কে আঘাত হানে। এতে করে শিশুটি খুব দ্রুততম সময়ের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
রানার ছেলে আলিফের অকাল মৃত্যুতে দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক দক্ষিণ প্রান্ত সম্পাদক এডভোকেট নজরুল হক অনু, এসএ টিভি ও দৈনিক নয়াদিগন্ত জেলা প্রতিনিধ পিপি এডভোকেট সাহাদাত শাহিন, চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, দৈনিক আজকের ভোলার সহযোগী সম্পাদক এম শাহরিয়ার জিলন গভীর শোক প্রকাশ করেন। শোক বার্তায় তারা শিশু আলিফের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বাংলাদেশ সময়: ৩:১১:২২ ৪২ বার পঠিত