
আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলায় চরসামাইয়া ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠন করা হয়ছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ভোলা জেলা শ্রমিক দল কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয়তাবাদী শ্রমিক দল ভোলা সদর উপজেলা শ্রমিক দল আহ্বায়ক মোঃ আওলাদ হোসেন বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা শ্রমিক দল সভাপতি সহিদুল আলম মানিক।
বিশেষ অতিথি ছিলেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসেন তালুকদার, জেলা শ্রমিক দলের ১নং যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল্লাহ, জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক, পৌর শ্রমিক দল সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান।
সভায় আগামী ২ বছরের জন্য মোঃ নুরে আলমকে সভাপতি, মোঃ মাহাবুবকে সাধারণ সম্পাদক, মোঃ আরিফকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ নুরে আলম মহরীকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি বলেন, আগামী আন্দোলনকে বেগবান করার লক্ষে সবাই মিলে আন্দোলন সফল করতে আহ্বান জানিয়েছেন। সভায় জেলা, থানা, পৌর, চরসামাইয়া ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৩:১০:৪৪ ৬৮ বার পঠিত