
আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) জেলা বিএনপির কার্যালয়ে ভোলা জেলা মহিলা দলের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা মহিলা দলের সহসভাপতি খালেদা খানম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভোলা জেলা মহিলা দলের সভাপতি এ্যাডঃ সাজেদা আখতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ভোলা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সাহাজাদী ইয়াসমিন।

এসময় বক্তব্য রাখেন, ভোলা জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নিগারুন নাহার, শিক্ষা বিষক সম্পাদিকা উম্মে হাবিবা, লালমোহন উপজেলা মহিলা দলের সভাপতি ছালেহা বেগম, বোরহানউদ্দিন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইসরাত জাহান বনি প্রমুখ।
আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালি জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১:২৩:০৬ ৭৯ বার পঠিত